Advertisement
০১ মে ২০২৪
christmas

Mamata Banerjee: বড়দিনে আনন্দ করুন, তবে মেনে চলুন কোভিডবিধি, সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতার

প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিশেষ উৎসব পালনে গির্জায় যান মমতা। অন্যবার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা যায়।

ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ০৮:০০
Share: Save:

প্রতি বারের মতো এ বারও ২৪ ডিসেম্বর মধ্যরাতে গির্জায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপাসনা করলেন। তার পর টুইটে লিখলেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আনন্দ করুন। তবে মেনে চলুন কোভিডবিধি।’

প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিশেষ উৎসব পালনে গির্জায় যান মুখ্যমন্ত্রী। অন্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা যায়। এ বার তিনি উপস্থিত হলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জায়। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

গত ২০ ডিসেম্বর পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেন মমতা। ইতিমধ্যেই বড়দিনের উৎসবে মেতে উঠেছে মহানগরী। তবে মুখ্যমন্ত্রী এর মধ্যেই কোভিডবিধি মেনে চলার বার্তা দিলেন।

উৎসবে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে তিন হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগরেও নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE