কোভিড-সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছে রাজ্য সরকার। তাই এ বারের দুর্গাপুজো সুরক্ষা ঘেরাটোপে করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গ্লোবাল অ্যাডভাইজ়রি বোর্ডের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের প্রশাসনিক কর্তারা বৈঠক করেন। সেই বৈঠকে দুর্গাপুজো-প্রস্তুতি নিয়েও পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যেরা।
২৫ সেপ্টেম্বর দুর্গাপুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করার কথা রাজ্য সরকারের। করোনা-আবহে কী ধরনের বিধি মেনে পুজো করা হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সেই বৈঠকে। এ দিন মমতা বলেন, “সামনেই পুজো। সেটা একটা বড় চ্যালেঞ্জ। আজ বোর্ডের সদস্যরা প্যান্ডেল খোলামেলা করার পরামর্শ দিয়েছেন। পুজো কমিটি নিয়ে ২৫ তারিখ বৈঠক আছে। সেখানে আলোচনা হবে। প্যান্ডেল বদ্ধ থাকলে বা বেশি লোক সেখানে যাতায়াত করলে সমস্যা। সুরক্ষার স্বার্থেই প্যান্ডেলগুলি বেশি না ঢাকতে বলছেন বোর্ডের সদস্যেরা।”
কলকাতার পুজো উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান কার্যসমিতির সদস্য পার্থ ঘোষ বলছেন, ‘‘আমাদের সদস্য পুজোকমিটিগুলি খোলামেলা মণ্ডপ ও সুরক্ষাবিধি মেনেই কাজ করছে।’’ তবে পুজো উদ্যোক্তাদের একাংশের ধারণা, এ বার শহরে সেই পরিচিত ভিড় না-ও হতে পারে।