Advertisement
৩০ এপ্রিল ২০২৪

অধিকার রক্ষার দাবি, পথে আজ ফের মমতা

উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটার গাঁধীভবন পর্যন্ত তৃণমূলের মিছিলে হাঁটবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৪:২১
Share: Save:

দেশ ধ্বংসকারী শক্তির কাছে মাথা নত করা হবে না বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বড়দিন উপলক্ষে সেন্ট জেভিয়ার্স কলেজের একটি অনুষ্ঠানে সোমবার তিনি বলেন, ‘‘আমরা গভীর সংকটের মুখোমুখি। বিভাজনের চক্রান্ত চলছে। কিন্তু আমাদের সংবিধান পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতন্ত্রের ঐতিহ্য বহন করে। কিছুতেই তা নষ্ট হতে দেওয়া যাবে না। সকলকে একজোট হতে হবে।’’

নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ মঙ্গলবার ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা। উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটার গাঁধীভবন পর্যন্ত তৃণমূলের মিছিলে হাঁটবেন তিনি। নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় দ্বিতীয় দফার আন্দোলন শুরু করেছে তৃণমূল। এদিন বিভিন্ন জেলায় দলের প্রথমসারির নেতাদের উপস্থিতিতে সব মহকুমা স্তরে বিক্ষোভ মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তারই ধারাবাহিকতায় আজ তৃণমূলনেত্রীর এই প্রতিবাদ মিছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Mamata Banerjee CAA Citizenship Amendment Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE