বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে অখিলেশ যাদবের হাত শক্ত করতে উত্তরপ্রদেশের ভোটে প্রচারে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাসভবনে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। বাংলার মুখ্যমন্ত্রীর এমন রাজনৈতিক কর্মসূচির কথা জানতে পেরেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বেশি করে উত্তরপ্রদেশের প্রচারে নিয়ে যাওয়া হোক। তা হলে বিজেপি-রই লাভ হবে। বিজেপি-র আসন সংখ্যা বাড়বে।’’
নন্দীগ্রাম বিধায়কের যুক্তি, ‘‘পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় যে ভাবে বিজেপি কর্মীদের খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, মারধর করে বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিজেপি করার অপরাধে মহিলাদের সম্মানহানি করা হয়েছে, তা এখনও কেউ ভুলে যাননি।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘উত্তরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রী প্রচারে গেলে সেই সব বিষয় আবারও নতুন করে তুলে ধরা হবে। উত্তরপ্রদেশের মানুষ জানবে স্বাধীনতার পর ভোট পরবর্তী হিংসায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কী ভাবে নজিরবিহীন ভাবে বিজেপি-র নেতা-কর্মী ও সমর্থকরা আক্রান্ত হয়েছেন। তাতে কাশী বিশ্বনাথ ও রাম জন্মভুমির রাজ্যের মানুষ মমতার প্রচারের বিপক্ষে ভোট দেবেন।’’ শুভেন্দুর মতে, এই সব বিষয় সেখানে প্রচারিত হলে, বিজেপি-র আসন সংখ্যা বাড়বে।