Advertisement
০৫ মে ২০২৪
Mamata Banerjee

শাহের ডাকা বৈঠকে যাবেন না মমতা

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের মতো অনেক মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব রয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ০৭:০৪
Share: Save:

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির কাছে হরিয়ানার সুরজকুণ্ডে আগামী ২৭ ও ২৮ অক্টোবর হতে চলা দু’দিনের এই বৈঠকের পোশাকি নাম ‘চিন্তন শিবির’। পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যেই মুখ্যমন্ত্রী হাতেই স্বরাষ্ট্র দফতর। তাই কেন্দ্র ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে নবান্ন সূত্রের খবর, ওই সময় ভাইফোঁটা থেকে ছটপুজোর মতো উৎসব-অনুষ্ঠান রয়েছে। তাই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে যোগ দেবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের মতো অনেক মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব রয়েছে। সে কারণেই তাঁদের চিন্তন শিবিরের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি-রাও ওই বৈঠকে যোগ দেবেন।

কেন্দ্রের ডাকা বৈঠক সাধারণত এড়িয়ে গেলেও মমতা সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন। রাজনৈতিক শিবির অবশ্য মনে করছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের প্রশ্ন আলাদা।

বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাদ দিলে কোনও মুখ্যমন্ত্রীই অমিত শাহের ডাকে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আসবেন, তেমন সম্ভাবনা নেই। তাঁরা হয় অন্য কোনও মন্ত্রীকে বৈঠকে পাঠাবেন অথবা সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বরাষ্ট্রসচিব, ডিজি-ই অংশ নেবেন। ওই সময় দীপাবলি, কালীপুজো থেকে ভাইফোঁটা, ছটপুজোর মতো উৎসবের পর্ব চলবে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, সুরজকুণ্ডের চিন্তন শিবিরে অভ্যন্তরীণ নিরাপত্তা, পুলিশের আধুনিকীকরণের মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। শাহ ওই দু’দিন সুরজকুণ্ডেই থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Ami Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE