Advertisement
E-Paper

সবং নিয়ে মানসের চিঠি রাজ্যপালকে

সবংয়ে দলের ছাত্র খুন এবং পুলিশ-প্রশাসনের ভূমিকার প্রতিবাদে কংগ্রেস বাংলা বন্‌ধ করেছে। দলের নেতা এবং সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া ছ’দিন ধরে কলকাতায় গাঁধী মূর্তির পাদদেশে অনশনও করেছেন। সবং-কাণ্ডে এ বার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে বুধবার তাঁকে চিঠি দিলেন মানসবাবু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫১

সবংয়ে দলের ছাত্র খুন এবং পুলিশ-প্রশাসনের ভূমিকার প্রতিবাদে কংগ্রেস বাংলা বন্‌ধ করেছে। দলের নেতা এবং সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া ছ’দিন ধরে কলকাতায় গাঁধী মূর্তির পাদদেশে অনশনও করেছেন। সবং-কাণ্ডে এ বার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে বুধবার তাঁকে চিঠি দিলেন মানসবাবু।

চিঠিতে রাজ্যপালের কাছে মানসবাবু অভিযোগ করেছেন, সবংয়ে সজনীকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদ (সিপি) কর্মী কৃষ্ণপ্রসাদ জানার খুনের ঘটনায় পুলিশের তদন্তে গরমিল আছে। রাজ্যপালকে চিঠি দেওয়া প্রসঙ্গে মানসবাবু বলেন, ‘‘শাসক দলকে খুশি করতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের নির্দেশে তদন্তের নামে জেলা পুলিশ প্রশাসন কী ধরনের বেপরোয়া, দুরভিসন্ধিমূলক পদক্ষেপ করছে তার বিস্তারিত বিবরণ আমি রাজ্যপালকে দিয়েছি।’’ রাজ্যপালকে চিঠি পাঠানোর পরে এ দিন মানসবাবুর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ মিথ্যা মামলা দিয়ে সিপি-র ছাত্রদেরই হেনস্থা করছে। আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে এত বড় বর্বর, ব্যাভিচারী সরকার দেখিনি!’’

এ দিন মেদিনীপুর জেলা আদালতে খারিজ হয়ে গেল সবং কাণ্ডে ধৃত তিন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) কর্মীর জামিনের আবেদন। সবংয়ে কৃষ্ণপ্রসাদ খুনের ঘটনায় তিন টিএমসিপি কর্মী এবং চার সিপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চার্জশিটে নাম না থাকায় ধৃত টিএমসিপি কর্মী অসীম মাইতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনও এ দিন খারিজ হয়ে যায়। এ দিন জেলা আদালতে শুনানি চলাকালীন ধৃত সিপি কর্মী সৌমেনের আইনজীবী অলোক মণ্ডলের বক্তব্য ছিল, চার্জশিট জমা পড়ার পরে সিজেএম আদালত যে নির্দেশ দেয়, তা আগে থেকেই লেখা ছিল। জমা পড়ার পরে সেই নির্দেশের প্রতিলিপিতে শুধুমাত্র দু’টি শব্দ লেখা হয়েছে। সিজেএম আদালতের সেই নির্দেশের স্থগিতাদেশ চেয়েছিলেন অলোকবাবু। জেলা আদালত ওই নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে। ধৃতদের আইনজীবী হরিসাধন ভট্টাচার্য বলেন, “পুলিশ এমন চার্জশিট জমা দিয়েছে, যার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে।” এই সংক্রান্ত শুনানির জন্য মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২৮ সেপ্টেম্বর।

মানসবাবু জানিয়েছেন, সবং কাণ্ডে তাঁরা আইনের পথে লড়াইয়ের পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছেন। আগামী ৬ অক্টোবর প্রদেশ কংগ্রেস মেদিনীপুরে প্রতিবাদ সভা করার কর্মসূচি নিয়েছে। মানসবাবু জানান, সবংয়ের ঘটনা এবং পুলিশের তদন্ত কেমন হচ্ছে তা নিয়ে তিনি রিপোর্ট তৈরি করছেন। ওই রিপোর্ট তিনি সনিয়া ও রাহুল গাঁধীকেও দেবেন বলে মানসবাবু জানান।

Manas Bhunia Governor Sabang issue student
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy