Advertisement
১১ মে ২০২৪

এ বার সাহিত্য অকাদেমি ফেরাচ্ছেন মন্দাক্রান্তা সেন

এ বার সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কবি মন্দাক্রান্তা সেন। দেশজুড়ে কবি, লেখক, শিল্পীদের ওপর অত্যাচার আর খুনের প্রতিবাদে। প্রতিবাদ, তা রুখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতারও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৪:০১
Share: Save:

এ বার সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কবি মন্দাক্রান্তা সেন। দেশজুড়ে কবি, লেখক, শিল্পীদের ওপর অত্যাচার আর খুনের প্রতিবাদে। প্রতিবাদ, তা রুখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতারও। পশ্চিমবঙ্গ থেকে সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মন্দাক্রান্তাই প্রথম ওই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন।

তাঁর ১১ বছর আগেকার পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বুধবার, ১৪ অক্টোবর সাহিত্য অকাদেমির সচিবকে ই মেলে জানিয়ে দিচ্ছেন মন্দাক্রান্তা। ২০০৪ সালে সাহিত্য অকাদেমির ‘স্বর্ণজয়ন্তী যুবা লেখক পুরস্কার’ পেয়েছিলেন মন্দাক্রান্তা।

বিশিষ্ট কন্নড় যুক্তিবাদী এম এম কলবার্গি ও গোবিন্দ পানাসারের হত্যা ও দাদরির ঘটনার প্রতিবাদে এখনও পর্যন্ত মোট ২১ জন হয় অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন বা, অকাদেমির প্রশাসনিক পদে ইস্তফা দিয়েছেন। পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অরূন্ধতী রায়, নয়নতারা সহগল ও কবি অশোক বাজপেয়ীর মতো বিশিষ্ট বেশ কয়েক জন কবি, লেখক, সাহিত্যিকও।

মন্দাক্রান্তা এ দিন টেলিফোনে জানান, ‘‘যে ভাবে সমাজের সর্ব স্তরে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে, তা মোটেই কাম্য নয়। মানুষের পক্ষে কথা বলাটা কবি, লেখক, শিল্পীদের একটা সামাজিক দায়িত্ব। অথচ, এ দেশে সেই দায়িত্ব পালন করতে গিয়েই তাঁরা খুন হচ্ছেন। অত্যাচারিত হচ্ছেন। এর জোরালো প্রতিবাদ জানানোটা খুব দরকার বলে অনেক দিন ধরেই মনে করছিলাম। পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন নিজেকে অনেকটা হাল্কা লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE