Advertisement
E-Paper

মিলল সায়, বিদেশ যাচ্ছেন মনোরঞ্জনা

আদালতের খবর, মনোরঞ্জনার আর্জির পরে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে তলব করা হয়।

শুভাশিস ঘটক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩২
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

একমাত্র ছেলে আমেরিকায় পাঠরত। ইংল্যান্ডে বোন অসুস্থ। এই অবস্থায় বেআইনি অর্থ লগ্নি সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত, বর্তমানে জামিনে মুক্ত মনোরঞ্জনা সিংহের বিদেশযাত্রায় তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিল সিবিআই। তার পরেই তাঁর বিদেশ সফরের আবেদন মঞ্জুর করেছে আলিপুর আদালত।

ছেলে ও বোনের সঙ্গে দেখা করার জন্য বিদেশ যেতে চেয়ে ১৮ জানুয়ারি আলিপুর অতিরিক্ত আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে আবেদন করেন মনোরঞ্জনা। তাঁর ছেলে মইরুত সিংহ লস এঞ্জেলেসে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ‘সিঙ্গল মাদার’ হিসেবে ছেলের একমাত্র অভিভাবিকা তিনিই। সিবিআই সূত্রের খবর, সারদা-কাণ্ডে প্রায় ২২ কোটি টাকা তছরুপের অভিযোগে ২০১৫ সালের ১০ অক্টোবর মনোরঞ্জনাকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়।

আদালতের খবর, মনোরঞ্জনার আর্জির পরে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে তলব করা হয়। মনোরঞ্জনার বিদেশযাত্রার বিষয়ে তদন্তকারীদের কোনও আপত্তি বা বক্তব্য আছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল। মনোরঞ্জনার পরিবারের দু’জন সদস্য জামিনদার থাকলে তাঁর বিদেশযাত্রায় তাদের কোনও আপত্তি নেই বলে জানায় সিবিআই। তবে তারা জানিয়ে দিয়েছে, মাসখানেকের বেশি বিদেশ সফরের ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। তদন্তের স্বার্থে যে-কোনও সময়েই ওঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দিতে পারে। বিদেশ সফরের সূচি এবং প্রতিটি গন্তব্যস্থলের ঠিকানা ও ফোন নম্বর জানাতে হবে সিবিআই-কে। মনোরঞ্জনার কৌঁসুলি বিপ্লব গোস্বামী বলেন, ‘‘মনোরঞ্জনা ২ মার্চ আমেরিকা ও ইংল্যান্ড গিয়ে ৩১ মার্চ ফিরে আসবেন। তাঁর ভিসার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। জমা দেওয়া হয়েছে গন্তব্যস্থলের ঠিকানা, ফোন নম্বরও।’’ মনোরঞ্জনা এখন দিল্লির গুলমোহর পার্কের বাসিন্দা। বাবা-মায়ের কাছেই থাকেন তিনি। মনোরঞ্জনার প্রাক্তন স্বামী, প্রাক্তন কংগ্রেস নেতা মাতঙ্গ সিংহও সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত।

আরও পড়ুন: তৃণমূলে আবার ‘হুল’! আধ ডজন মন্ত্রীর ভিডিয়ো দেখিয়ে তোপ কৈলাস-দিলীপ-মুকুলের

আদালত সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জনার জামিনদার হয়েছেন তাঁর বাবা কেদারনাথ গুপ্ত ও মা সাহানা গুপ্ত। জামানত হিসেবে দু’লক্ষ টাকা জমা দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে মনোরঞ্জনাও দু’লক্ষ টাকার জামানত দিয়েছেন। বিচারক তার পরেই মনোরঞ্জনাকে বিদেশ যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। সফর সেরে দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আলিপুর আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।

Manoranjana Sinh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy