Advertisement
০৭ মে ২০২৪
Madhyamik and HS Examination

পরীক্ষার সময় এগোনোয় আপত্তি শিক্ষকদের, চিঠি

শিক্ষাকর্তাদের একাংশের মতে, ফেব্রুয়ারিতে দিন ছোট। পরীক্ষার পরে বাড়ি পৌঁছতে সন্ধ্যা হয়ে যেতে পারত বলেই সময় এগিয়ে আনা হয়েছে।

exam

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ০৬:৫০
Share: Save:

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে সকাল ৯টা ৪৫ হয়ে যাওয়ায় পড়ুয়াদের পাশাপাশি সমস্যায় পড়বেন তাঁরাও, অভিযোগ পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের।

তাঁদের দাবি, সময় এগিয়ে আসায় প্রধান পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশ্নপত্র নিতে থানায় ভোর ৬টার মধ্যে পৌঁছতে হবে। প্রধান পরীক্ষা কেন্দ্রের অধীনস্থ কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পৌঁছতে হবে ৮টার মধ্যে। স্কুল শিক্ষক অনিমেষ হালদার বলেন, ‘‘আমাদের দক্ষিণ ২৪ পরগনার মন্দিবাজারের স্কুলের প্রধান শিক্ষক থাকেন সল্টলেকে। ওঁকে তো তা হলে ভোর ৪টেয় বাড়ি থেকে বেরোতে হবে।’’

নতুন সূচি প্রত্যাহারের দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) মধ্যশিক্ষা পর্ষদে স্মারকলিপি দিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইনের মতে, ‘‘পার্বত্য, তরাই, ডুয়ার্স, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলের জেলাগুলির প্রত্যন্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন অনেকে। পরীক্ষা কেন্দ্র অনেকেরই বাড়ি থেকে দূরে। ফেব্রুয়ারিতে পরীক্ষা। সকালের কুয়াশায় ট্রেন বাতিলও হয়। এগোতে হলে সকাল ১০টা ৪৫ করা হোক।’’ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।

শিক্ষাকর্তাদের একাংশের মতে, ফেব্রুয়ারিতে দিন ছোট। পরীক্ষার পরে বাড়ি পৌঁছতে সন্ধ্যা হয়ে যেতে পারত বলেই সময় এগিয়ে আনা হয়েছে। শিক্ষকদের মতে, ভোরে বেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে বিভ্রাট হলে পরীক্ষাটাই তো দেওয়া যাবে না। পরীক্ষার দিন সকালে পাঠ্যবইয়ে সবাই চোখ বুলিয়ে নেয়। শিক্ষকদের প্রশ্ন, আসন্ন লোকসভা ভোটের জন্য ফেব্রুয়ারিতে দুপুরের পরে রাজনৈতিক দলগুলোর মিটিং-মিছিলের সুবিধার কথা ভেবেই কি পরীক্ষার সময় এগিয়ে আনা হল?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Teachers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE