জল জমেছে টিকিয়াপাড়া কারশেডে ফাইল চিত্র।
টানা বৃষ্টিতে সোমবারই জল জমেছিল হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখার টিকিয়াপাড়া কারশেডে। মঙ্গলবারও সেই জল নামেনি। তার ফলে মঙ্গলবার হাওড়া স্টেশনের বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে বদল হয়েছে। হাওড়ার বদলে সাঁতরাগাছি, শালিমার ও খড়্গপুর স্টেশন থেকে ছাড়বে অনেক ট্রেন। শুধু স্টেশন নয়, বদল হয়েছে ট্রেন ছাড়ার সময়েও। রেলের তরফে নতুন সময়সূচি জানানো হয়েছে।
হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়ছে ষে সব ট্রেন-
• হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল সকাল ১০টা ৫০ মিনিটের বদলে বেলা ১১টা ৫০ মিনিটে ছাড়বে।
• হাওড়া-মুম্বই সিএসএমটি স্পেশ্যাল দুপুর ২টা ০৫ মিনিটের বদলে দুপুর ৩টা ০৫ মিনিটে ছাড়বে।
• হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল বেলা ১২টা ৪০ মিনিটের বদলে দুপুর ১টা ৪০ মিনিটে ছাড়বে।
• হাওড়া-টাটানগর স্পেশ্যাল বিকাল ৫টা ২৫ মিনিটের বদলে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ছাড়বে।
হাওড়ার বদলে শালিমার থেকে ছাড়ছে ষে সব ট্রেন-
• হাওড়া-হায়দরাবাদ স্পেশ্যাল বেলা ১২টা ৩০ মিনিটের বদলে বেলা ১২টা ৩০ মিনিটে ছাড়বে।
• হাওড়া-চেন্নাই স্পেশ্যাল দুপুর ৩টা ৩০ মিনিটের বদলে বিকাল ৪টা ৩০ মিনিটে ছাড়বে।
হাওড়ার বদলে খড়্গপুর থেকে ছাড়ছে ষে সব ট্রেন-
• হাওড়া-রাঁচি স্পেশ্যাল বেলা ১২টা ৫০ মিনিটের বদলে দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়বে।
• হাওড়া-ভুবনেশ্বর স্পেশ্যাল দুপুর ১টা ২৫ মিনিটের বদলে দুপুর ৩টা ১০ মিনিটে ছাড়বে।
• হাওড়া-পুরুলিয়া স্পেশ্যাল বিকাল ৪টা ৫০ মিনিটের বদলে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ছাড়বে।
এ ছাড়া কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি ও বালুরঘাট স্পেশ্যাল বাতিল করা হয়েছে। লালগোলা ও গোরক্ষপুর স্পেশ্যাল কলকাতার বদলে শিয়ালদহ থেকে ছাড়বে। কলকাতা থেকে জম্মু-তাওয়াই, অমৃতসর ও মালদহ স্পেশ্যালের সময়সূচিতেও বদল করেছে রেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy