Advertisement
১৯ মে ২০২৪

ঘুমের মধ্যেই ধসে তলিয়ে গেলেন দম্পতি

এক মাসও কাটল না। ফের বড়সড় ধস নামল পাহাড়ে। মঙ্গলবার রাতের ধসে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। নিখোঁজ এক জন।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ১০:২৯
Share: Save:

এক মাসও কাটল না। ফের বড়সড় ধস নামল পাহাড়ে। মঙ্গলবার রাতের ধসে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। নিখোঁজ এক জন।

সারাদিনের কাজের পর স্ত্রী, সন্তান নিয়ে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন মন লিম্বু। ঘুমের মধ্যেই ধসে পাহাড়ের অতল খাদে তলিয়ে গেলেন মন (৩৫), তাঁর স্ত্রী পেংকিত লিম্বু (২৩) এবং সাত বছরের ছেলে আনিশ। তল্লাশি চালিয়ে মন এবং পেংকিতের দেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ আনিশ।

ঘটনাটি ঘটেছে দার্জিলিং থেকে ৭০ কিলোমিটার দূরে লোধামায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৩টে নাগাদ হঠাৎই ধস নামে ওই এলাকায়। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ঢালে থাকা মনবাবুর বাড়িটি তলিয়ে যায় গভীর খাদে। আশেপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয় ধসে। আহত হন ওই বাড়ির বাসিন্দারাও। প্রচণ্ড শব্দে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসে লোধামা থানার পুলিশ। আহতদের লোধামা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: টাকা জুগিয়েও গ্রেফতার গরু পাচারের মাথা

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টি চলছে এলাকায়। ফলে প্রায়ই ধস নামছে পাহাড়ে। বুধবার সকালে ফের ধস নেমেছে শিলিগুড়ি-কালিম্পং রোডের ২৯ মাইল এলাকায়। ফলে কালিম্পং-সিকিম সড়াসড়ি সড়কপথে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত শীঘ্র সম্ভব ধস সরিয়ে নিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানোর চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Massive landslide Darjeeling kills at least 2
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE