ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) অজুহাতে ‘বৈধ’ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহারে যে ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন, তাতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মতুয়া সমাজের প্রতিনিধিদের একাংশ। এই আর্জি নিয়ে মঙ্গলবার তাঁরা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস সূত্রে খবর, রাহুলের সঙ্গে দেখা করার ব্যবস্থা অধীর যাতে করে দেন, সেই আবেদন জানিয়েছেন মতুয়ারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাহুল-সহ দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে কথাও বলেছেন অধীর। কংগ্রেসের বক্তব্য, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি-র টানাপড়েনের রাজনীতিতে নিজেদের বার বার ‘ব্যবহৃত’ হতে দেখে তিতিবিরক্ত মতুয়া সমাজের বড় অংশ। এই প্রেক্ষিতে, ‘পিছিয়ে পড়া সমাজের জন্য রাহুলের লড়াই’ দেখেই মতুয়া-প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করতে চান বলে দাবি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)