Advertisement
২০ এপ্রিল ২০২৪

সংঘর্ষে ফেস্ট বন্ধ মৌলানা আজাদে

পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ছাত্রদের দু’টি গোষ্ঠীর সংঘর্ষের জেরে গত বৃহস্পতিবার মৌলানা আজাদ কলেজে অশান্তি ছড়িয়েছিল। তার জেরে কলেজের ‘ফেস্ট’ বা বার্ষিক উৎসবই বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০২:২৬
Share: Save:

পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ছাত্রদের দু’টি গোষ্ঠীর সংঘর্ষের জেরে গত বৃহস্পতিবার মৌলানা আজাদ কলেজে অশান্তি ছড়িয়েছিল। তার জেরে কলেজের ‘ফেস্ট’ বা বার্ষিক উৎসবই বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ।

অধ্যক্ষ শুভাশিস দত্ত বলেন, ‘‘ ফেস্টের জন্য একটা শৃঙ্খলার দরকার। কিন্তু কলেজ-প্রাঙ্গণে যা হল, তাতে মনে হচ্ছে, কলেজে উৎসব করার মতো পরিস্থিতি নেই। গন্ডগোলের আশঙ্কায় ফেস্ট বন্ধ করে দেওয়া হল।’’ ২২ ও ২৩ মার্চ কলেজে উৎসব হওয়ার কথা ছিল। অধ্যক্ষ জানান, এটি কলেজের বার্ষিক অনুষ্ঠান। কিন্তু কয়েক বছর ফেস্ট হয়নি। তাই তিনিও চাইছিলেন, এ বার উৎসব সুন্দর ভাবে সম্পন্ন হোক। কিন্তু ছাত্রছাত্রীরা ফেস্ট করার দক্ষতা দেখাতে পারলেন না। তাই ফেস্ট বন্ধ করে দেওয়া হল।

কলেজের ফেস্টের দখল কাদের হাতে থাকবে, তা নিয়ে বৃহস্পতিবার দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তাতে বেশ কয়েক জন পড়ুয়া আহত হন। অভিযোগ ওঠে, কলেজের কিছু প্রাক্তন পড়ুয়া থেকে শুরু করে বহিরাগতেরাও ফেস্ট পরিচালনার দখল নিতে চাইছিলেন। তারই জেরে দুই গোষ্ঠী মারপিটে জড়িয়ে পড়ে।

শুভাশিসবাবু জানান, সে-দিন যাঁরা গন্ডগোল করেছিলেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। যেখানে গন্ডগোল হয়েছে, সেখানে বেশ কয়েকটি সিসি ক্যামেরা আছে। তাতে দেখা গিয়েছে, শুধু কিছু প্রাক্তন পড়ুয়া নয়, বেশ কয়েক জন বহিরাগতও ঢুকে পড়েছিলেন। ওই ধরনের ঘটনা যাতে ফের না-ঘটে, সেই জন্য মূল গেটে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হবে। সেই সঙ্গে লাগানো হবে আরও কয়েকটি সিসি ক্যামেরা। মেয়েদের হস্টেল তৈরি নিয়ে বৃহস্পতিবার কলেজে একটি অনুষ্ঠান হচ্ছিল। সে-দিনই গন্ডগোল বাধে। ‘‘এমন একটা ভাল দিনে অশান্তির সৃষ্টি হল। তার মানে কেউ বা কারা কলেজের উন্নয়ন বন্ধ করে দিতে চাইছে। তা হতে দেবো না,’’ বললেন অধ্যক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMCP Maulana Azad College Annual Fest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE