Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোর্টে বিতর্কে মেয়রের রক্ষীরা

এ দিন ব্যক্তিগত একটি মামলার কারণে বিচারপতি ভট্টাচার্যের আদালতে এসেছিলেন শোভনবাবু। এজলাসে ছিলেন মেয়রের চার দেহরক্ষী। বাইরে আরও চার জন। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী রমাপ্রসাদ সরকার জানান, কেউই আইনের উর্ধ্বে নন। আদালতে ঢুকতে আইনজীবীদের বাধা দেওয়া হবে কেন?

মেয়র শোভন চট্টোপাধ্যায়। —ফাইল ছবি

মেয়র শোভন চট্টোপাধ্যায়। —ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০৬:০৮
Share: Save:

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দেহরক্ষীরা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আইনজীবীদের ঢুকতে বাধা দেন বলে অভিযোগ উঠল।

এ দিন ব্যক্তিগত একটি মামলার কারণে বিচারপতি ভট্টাচার্যের আদালতে এসেছিলেন শোভনবাবু। এজলাসে ছিলেন মেয়রের চার দেহরক্ষী। বাইরে আরও চার জন। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী রমাপ্রসাদ সরকার জানান, কেউই আইনের উর্ধ্বে নন। আদালতে ঢুকতে আইনজীবীদের বাধা দেওয়া হবে কেন?

বিচারপতি জানতে চান, মেয়র কোথায়। মেয়র উঠে দাঁড়ান। বিচারপতি তাঁকে বলেন, তিনি লিখিত নির্দেশ দিচ্ছেন না। কিন্তু আইনজীবীরা যাতে আদালতে ঢুকতে বাধা না পান, তা নিশ্চিত করতে হবে। মেয়র জানান, বিচারপতির নির্দেশ তিনি মেনে চলবেন। পরে দেখা যায়, বিচারপতির আদালত কক্ষের বাইরে চলে গিয়েছেন দেহরক্ষীরা। আইনজীবীদের একাংশের অভিযোগ, আদালতে প্রবেশ নিষিদ্ধ জেনেও দেহরক্ষীরা ঢুকলেন কী ভাবে? মেয়রকে ফোন করা হলে তিনি অবশ্য ফোন ধরেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shovon Chatterjee Mayor Court Security Guard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE