বাণিজ্যিক গাড়ির অবস্থান নির্ণায়ক যন্ত্র (ভেহিক্ল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বা ভিএলটিডি) তৈরি করে যে সব সংস্থা, সেগুলির পরিষেবা ঠিক মতো মিলছে না জানিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন বেসরকারি বাস, ট্যাক্সি এবং ক্যাবের মালিকেরা। উল্লেখ্য, ভিএলটিডি যন্ত্রে সার্বিক কার্যকারিতার ক্ষেত্রে ১০ শতাংশের বেশি ত্রুটি ধরা পড়লে তা গুরুতর হিসাবে গণ্য হয়। সম্প্রতি একাধিক সংস্থার যন্ত্রে এমন ত্রুটি ধরা পড়ার পরে পরিবহণ দফতরের তরফে ৯টি সংস্থাকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। এর পরেই মঙ্গলবার কসবায় পরিবহণ ভবনে অবস্থান নির্ণায়ক যন্ত্রের সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক হয়। পরিবহণ দফতরের অধিকর্তার উপস্থিতিতে এই বৈঠকে ওই যন্ত্রের নির্মাণ সংস্থার প্রতিনিধি ছাড়াও হাজির ছিলেন বেসরকারি পরিবহণ সংস্থার প্রতিনিধিরা।
বৈঠকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা অভিযোগ তোলেন, ভিএলটিডি যন্ত্রের সিম কার্ড রিচার্জ করা ছাড়াও এই পরিষেবার জন্য তাঁদের বিপুল খরচ বহন করতে হচ্ছে। অনলাইনেরিচার্জ ব্যবস্থা চালু করার দাবি জানান তাঁরা। এ ছাড়া, কোনও সংস্থার পরিষেবা যথাযথ না হলে সংস্থা বদলের সুবিধা চালু করার দাবিও ওঠে। আরও অভিযোগ, নতুন গাড়ির ক্ষেত্রে গাড়ি নির্মাতা সংস্থাগুলি তাদের পছন্দের সংস্থার ভিএলটিডি যন্ত্র বসাতে বাধ্য করছে। পরিবহণ দফতর অবশ্য জানিয়েছে, ভিএলটিডি সংক্রান্ত সমস্যা মেটাতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)