Advertisement
E-Paper

টক্কর দু’দলের, কেন্দ্রে পরেশ

বৃহস্পতিবার মেখলিগঞ্জে শক্তি পরীক্ষায় নামছে পরেশচন্দ্র অধিকারীর প্রাক্তন ও বর্তমান দল। মেখলিগঞ্জ পুরসভার নির্বাচন দোরগোড়ায়। তার আগে তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের এই লড়াই ঘিরে সরগরম মহকুমা শহর মেখলিগঞ্জ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ০২:৫৭
দলবদল: পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে নির্দল প্রার্থী আব্দুল মজিদ অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন। নিজস্ব চিত্র

দলবদল: পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে নির্দল প্রার্থী আব্দুল মজিদ অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার মেখলিগঞ্জে শক্তি পরীক্ষায় নামছে পরেশচন্দ্র অধিকারীর প্রাক্তন ও বর্তমান দল। মেখলিগঞ্জ পুরসভার নির্বাচন দোরগোড়ায়। তার আগে তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের এই লড়াই ঘিরে সরগরম মহকুমা শহর মেখলিগঞ্জ।

বৃহস্পতিবার তৃণমূলের কর্মিসভা আর ফরোয়ার্ড ব্লকের সভা, একই দিনে। দুই দলই নিজেদের কর্মসূচি সফল করতে জোরদার প্রচার চালাচ্ছে। এক দিকে ফরওয়ার্ড ব্লকের কর্মসূচিতে যোগ দিতে আসছেন রাজ্য নেতারা। অন্য দিকে, তৃণমূলের কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ফরওয়ার্ড ব্লক ছেড়ে দলে যোগ দেওয়া পরেশ চন্দ্র অধিকারী।

সদ্যপ্রাক্তন ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা সম্পাদক পরেশবাবু তৃণমূলে যোগ দিয়ে জানান, ব্যক্তিস্বার্থে নয়, এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি দলবদল করেছেন। আর, বামফ্রন্ট নেতারা পরেশবাবুর তৃণমূলে যোগদান ব্যক্তিস্বার্থে বলে তোপ দেগেছেন। সোমবার, মেখলিগঞ্জের পথসভায় ফরওয়ার্ড ব্লক ও সিপিএম নেতারা দলত্যাগী পরেশবাবুকে এই ভাষাতেই আক্রমণ করেছিলেন। পরেশবাবুর দলত্যাগে এলাকার ফরওয়ার্ড ব্লক কর্মী, সমর্থকরা যাতে বিভ্রান্ত না হন, বৃহস্পতিবার মেখলিগঞ্জে দলীয় কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে ফরওয়ার্ড ব্লক নেতা মোফাজ্জল সওদাগর মঙ্গলবার জানান, ‘‘২৩ তারিখ আমাদের কর্মসূচিতে যোগ দিতে আসছেন নরেন চট্টোপাধ্যায়, অক্ষয় ঠাকুর, গোবিন্দ রায়-সহ বিভিন্ন নেতা।’’ তাঁর অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের কর্মসূচি বানচালের জন্য চক্রান্ত করা হচ্ছে। সভা করার জায়গা এবং অনুমতি না পেলে, গাছতলা বা রাস্তাতেই সভা হবে বলে স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতারা জানান।

তৃণমূলের কর্মসূচি সম্পর্কে পরেশচন্দ্র অধিকারী বলেন, ‘‘সামনেই পুরসভা নির্বাচন। তার আগে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এলাকার তৃণমূল কর্মী, সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার মেখলিগঞ্জের কথা ও গান ভবনে কর্মিসভা করা হবে। এ ছাড়া শহরে মিছিলও বের হবে। এই কর্মিসভার মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সকলকে অবগত করা হবে।’’

একই দিনে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূলের কর্মসূচি সম্পর্কে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ওই দিন আসলে শক্তি প্রদর্শনের পরীক্ষা দু’তরফের। কারণ, ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতারা মেখলিগঞ্জে দাঁড়িয়ে দলবদল নিয়ে পরেশবাবুকে তীব্র ভাষায় আক্রমণ করবেন এটা নিশ্চিত। পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি মেখলিগঞ্জে সংগঠন ধরে রাখার চেষ্টা চালাবেন। অন্য দিকে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা জেলায় এক সময়ের ফরওয়ার্ড ব্লকের মুখ, পরেশবাবু তৃণমূলে যোগদান করার পর তাঁর অনুগামীরাও তৃণমূলে যোগ দিয়েছে, তা প্রমাণ করার চেষ্টায় থাকবেন তিনি। পাশাপাশি ফরওয়ার্ড ব্লক নেতাদের আক্রমণের কী জবাব দেন পরেশবাবু, সেদিকেও নজর থাকবে সবার।

এ দিকে মঙ্গলবার মেখলিগঞ্জ তৃণমূল কার্যালয়ে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা পরেশচন্দ্র অধিকারীর হাত দিয়ে তৃণমূলে যোগ দেন এক নির্দল পঞ্চায়েত সদস্য। কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের কলসিগ্রাম থেকে জয়ী নির্দল প্রার্থী আব্দুল মজিদ তার অনুগামীদের নিয়ে এ দিন তৃণমূলে যোগ দেন। এই অনুষ্ঠানে পরেশবাবু ছাড়াও বিষ্ণু অধিকারী, গোপালপ্রসাদ সাহা, বিষ্ণুপদ ঘোষ, তপন মিত্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এই দলবদলে কুচলিবাড়িতে তৃণমূলের একজন সদস্য বাড়ল।

Mekliganj Municipality Paresh Adhikari All India Forward Bloc TMC পরেশচন্দ্র অধিকারী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy