Advertisement
E-Paper

ডাক নেই, ক্ষুব্ধ টেগোর সেন্টার

হতাশ টেগোর সেন্টার। জর্ডন স্কোয়ারে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে আগামিকাল আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর এই মূর্তি স্থাপনের কৃতিত্ব টেগোর সেন্টারের। অথচ অনুষ্ঠানে ব্রাত্য তাঁরাই।

শ্রাবণী বসু

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০৩:৩৪
জর্ডন স্কোয়ারে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মূর্তি।— নিজস্ব চিত্র।

জর্ডন স্কোয়ারে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মূর্তি।— নিজস্ব চিত্র।

হতাশ টেগোর সেন্টার। জর্ডন স্কোয়ারে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে আগামিকাল আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর এই মূর্তি স্থাপনের কৃতিত্ব টেগোর সেন্টারের। অথচ অনুষ্ঠানে ব্রাত্য তাঁরাই। সেন্টারের সদস্যদের মনে তাই স্পষ্ট ক্ষোভ। অভিযোগ, আমন্ত্রণ দূরে থাক, কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেননি।

অনুষ্ঠানের এক দিন বাকি থাকতেই আজ মুখ খুললেন সেন্টারের চেয়ারম্যান কল্যাণ কুণ্ডু। আনন্দবাজারকে বললেন, ‘‘এখানকার ভারতীয় হাইকমিশন তো নয়ই, এমনকী পশ্চিমবঙ্গ সরকারের তরফেও কেউ যোগাযোগ করেননি আমাদের সঙ্গে। সংবাদপত্র পড়েই জেনেছি কালকের অনুষ্ঠানের কথা।’’

পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গাঁধীর মূর্তিতে মালা দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন জর্ডন স্কোয়ারে। সন্ধে ৬টা নাগাদ অনুষ্ঠান। অবশ্য কল্যাণবাবুর কথায়, তিনি এর কিছুই জানেন না।

টেগোর সেন্টারের দাবি, বহু বছর ধরে অর্থ সঞ্চয় করে রবীন্দ্রনাথের এই মূর্তি তাঁরা স্থাপন করেন। ২০১১-য় রাজকুমার চার্লস তা উদ্বোধন করেন। কালকের অনুষ্ঠানে ডাক না পেয়ে তা-ই অপমানিতও বোধ করছেন সংস্থার সদস্যরা। অনুষ্ঠানে স্থানীয় বাঙালিদেরও সে ভাবে ডাকা হয়নি বলে অভিযোগ তাঁদের। তবে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে আগামিকাল ফিকি-র অনুষ্ঠানে ডাক পেয়েছেন কল্যাণবাবু।

shrabani basu jordan square london tagore centre rabindranath tagore rabindranth statue mamata london visit mamata rabindranath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy