Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘মেন্টর’ পদে বেতন ১০ হাজার টাকা

জেলা পরিষদে তাঁদের অফিস করার ব্যবস্থাও করতে চাইছে রাজ্য সরকার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০২:২৬
Share: Save:

জেলা পরিষদের কাজে পরামর্শদাতা হিসাবে ‘মেন্টর’ নিয়োগের কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য। এ বার তাঁদের প্রাপ্যও ঠিক করা হল। মাসিক বেতন সহ কিছু সুযোগসুবিধা পাবেন তাঁরা। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, তাঁদের বেতন হবে দশ হাজার টাকা। সেই সঙ্গে সরকারের তরফে সংশ্লিষ্ট এলাকায় ঘুরে কাজ করার জন্য আলাদা গাড়িও বরাদ্দ করা হবে তাঁদের জন্য। জেলা পরিষদে তাঁদের অফিস করার ব্যবস্থাও করতে চাইছে রাজ্য সরকার।

রাজনৈতিক স্তরে অবশ্য এই সিদ্ধান্ত আগেই হয়েছিল। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের সময় প্রার্থী হতে পারেননি, এমন কিছু সংগঠকের পুনর্বাসনের কথা ভেবেছিলেন দলীয় নেতৃত্ব। সেই মতোই আপাতত জেলা পরিষদে এই নতুন পদের কথা ভাবা হয়েছে।

সরকারি তরফে এই বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সাংগঠনিক তরফেও ‘মেন্টর’ বাছাইয়ের কাজ শুরু করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে জেলার দলীয় পর্যবেক্ষকদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তা সর্বেচ্চস্তরে অনুমোদন সাপেক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

District Council Mentor Salary West Bengal Govt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE