Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

‘ও মানুষ ভাই, এত বিভেদ কেন মানুষে’

গানের সুরে জয়দেব কেঁদুলি মেলায় বার্তা, সারা পৃথিবীতে একটাই জাতি, একটাই ধর্ম, সেটা হল মানব ধর্ম। 

জয়দেব কেঁদুলির মেলায় বাউলেরা। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

জয়দেব কেঁদুলির মেলায় বাউলেরা। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

বাসুদেব ঘোষ
জয়দেব শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০১:৫১
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) জেরে দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়ে সরব হলেন বীরভূমের জয়দেব কেঁদুলি মেলায় আসা বাউল-ফকিরেরা। গানের সুরে তাঁরা বার্তা দিচ্ছেন, সারা পৃথিবীতে একটাই জাতি, একটাই ধর্ম, সেটা হল মানব ধর্ম।

আজ, মঙ্গলবার ইলামবাজারে অজয় নদের তীরে শুরু হচ্ছে এই মেলা। সোমবার থেকেই মেলায় ভিড় জমাতে শুরু করেছেন বাউল ফকিরেরা। আখড়া তৈরি করে চলছে গান-বাজনা। বাউলদের গানের কথায় উঠে এল দেশের সামগ্রিক পরিস্থিতি, গানের মধ্যে দিয়ে প্রতিবাদও। এ দিন তেমনই একটি আখড়ায় গাইতে শোনা গেল শিল্পী সাধন দাস বৈরাগ্যকে। তিনি গাইলেন, ‘‘এত বিভেদ কেন মানুষে মানুষে, কে হিন্দু আর কে মুসলমান, কেউবা জৈন, কেউবা খ্রিস্টান, সবাই থাকো না মিলেমিশে, ও মানুষ ভাই, এত বিভেদ কেন মানুষে মানুষে।’’ সম্প্রতি লেখা ওই গান সম্পর্কে তিনি বললেন, ‘‘দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ সকল মানুষ উদ্বিগ্ন। মানুষের মধ্যে ভেদ কেন থাকবে? সকল মানুষ থাক মিলেমিশে। এই গানের মধ্যে দিয়ে আমরা তারই বার্তা দিতে চেয়েছি।’’

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এর আগে সরব হয়েছেন পড়ুয়া, বুদ্ধিজীবীরা। পথে নেমেছেন সাধারণ মানুষও। এ বার কেঁদুলির মেলায় আসা বাউল ফকিররাও তাঁদের গানে অস্থিরতার বিরুদ্ধে বার্তা দিলেন। সিএএ-র নিয়ে সরাসরি কিছু না বললেও তাঁরা বলছেন, ‘‘দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষে মানুষে যেন কোনও বিভেদ তৈরি না হয়। সাধারণ মানুষ আনন্দের মধ্যে হাসিখুশিতে থাকুক।’’

আরও পড়ুন: রাজনৈতিক কায়দায় বেলুড় মঠে নরেন্দ্রের চাল সিএএ

কেঁদুলিতে আসা বাউল শিল্পী বাপি দাস বাউল, ব্রজগোপাল দাস বাউলরা বলেন, ‘‘দেশের যে পরিস্থিতি চলছে তাতে সকল মানুষ উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সব মানুষকে নিয়েই চলা উচিত। মানুষের মধ্যে কোনও ভাবেই ভেদাভেদ তৈরি করা উচিত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Religious Harmony Joydev Kenduli Mela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE