Advertisement
২০ এপ্রিল ২০২৪

নামী সংস্থার লেবেল সেঁটে নকল জিনিস বিক্রি, ধৃত ২

প্যাকেটে নামী সংস্থার লেবেল লাগিয়ে নকল যন্ত্রাংশ বিক্রির অভিযোগে গ্রেফতার হল দুই ব্যবসায়ী। ধৃত স্বপন কুমার শী এবং সুব্রত শী সম্পর্কে দুই ভাই। তাদের বাড়ি এগরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সন্ধ্যায় এগরা শহরে দিঘা মোড় বাসস্টপের কাছে ‘শী মোটরস’ নামে একটি দোকান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৪:২১
Share: Save:

প্যাকেটে নামী সংস্থার লেবেল লাগিয়ে নকল যন্ত্রাংশ বিক্রির অভিযোগে গ্রেফতার হল দুই ব্যবসায়ী। ধৃত স্বপন কুমার শী এবং সুব্রত শী সম্পর্কে দুই ভাই। তাদের বাড়ি এগরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সন্ধ্যায় এগরা শহরে দিঘা মোড় বাসস্টপের কাছে ‘শী মোটরস’ নামে একটি দোকান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, গত কয়েক মাস ধরে এগরায় বেশ কয়েকটি জায়গায় নামী সংস্থার লেবেল লাগিয়ে বাস, লরি এবং অন্য গাড়ির ইঞ্জিনের নকল যন্ত্রাংশ বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। গাড়ি চালকদের অভিযোগ, গাড়ির ইঞ্জিনে ওই সব যন্ত্রাংশ লাগানোর কিছু দিনের মধ্যে সমস্যা দেখা দিচ্ছিল। নতুন কেনা যন্ত্রাংশে সমস্যা দেখা দেওয়ার অভিযোগ পেয়ে কয়েক জন দোকানি সংশ্লিষ্ট সংস্থাকে বিষয়টি জানায়। কোম্পানির প্রতিনিধিরা এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে বুঝতে পারেন তাঁদের তৈরি যন্ত্রাংশের নকল করা হয়েছে। এরপরই জেলা পুলিশের ইন্টেলিজেন্স বিভাগে অভিযোগ দায়ের করা হয় সংস্থার তরফে। এর পর ক্রেতা সেজে ওই সংস্থার এক প্রতিনিধি বৃহস্পতিবার সকালে এগরার একটি দোকান থেকে ওই নকল যন্ত্রাংশ কেনেন। দেখা যায়, প্য়াকেটে তাঁদের সংস্থার লেবেল লাগানো থাকলেও ভিতরে যে যন্ত্রাংশ রয়েছে তা নকল। এর পর পুলিশ ওই দোকান থেকে দু’জনকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে বেশ কয়েক প্যাকেট নকল যন্ত্রাংশ।

পুলিশ জানিয়েছে, ওই দোকান থেকে নামী সংস্থার লেবেল লাগিয়ে নকল জিনিস বিক্রি করা হত। কোথায় কোথায় ওই সব মাল বিক্রি করা হত, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fake Product West Bengal police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE