শহর এক। শাসকদলের গোষ্ঠী দুই। সেই মতো আয়োজন করা হয়েছে দু’টি পৃথক বিজয়া সম্মিলনী। সেই সম্মিলনীতে কোন নেতা হাজির হবেন, তা নিয়ে ধন্দে তৃণমূলের নেতা-কর্মীরা।
তমলুক শহর তৃণমূলের উদ্যোগে আজ, রবিবার সকাল ৯টায় বিজয়া সম্মিলনী ও রাজনৈতিক কর্মী সম্মেলন হচ্ছে শহিদ মাতঙ্গিনী স্বদেশ বাজার চত্বরে। ওই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন শহর তৃণমূল কমিটির সভাপতি বিশ্বনাথ মহাপাত্র। আবার আজই দুপুর ২টায় ‘তৃণমূল পরিবারে’র উদ্যোগে বিজয়া সম্মিলনী হচ্ছে তমলুক পুরসভার সুবর্ণ জয়ন্তী ভবনে। ওই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন তমলুক পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, প্রশাসক বোর্ডের সদস্য দীপেন্দ্রনারায়ণ রায়।
দু’টি পৃথক বিজয়া সম্মিলনী হলেও দুই শিবিরের আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের জেলা সভাপতি শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর ছবি রয়েছে। দুই শিবিরেরই আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, কর্মসূচিতে থাকবেন শিশিরবাবু এবং দিবেন্দ্যু অধিকারী। এ নিয়ে জোর প্রচারও চলছে।