গত কয়েক দিন ধরে নাকি মনমরা ছিলেন ৭০ বছরের মদনমোহন ভট্টাচার্য। রেশন ডিলার ওই বৃদ্ধ কেন বা কী কারণে অবসাদে ভুগছিলেন, তা জানত না পরিবার। বুধবার বাড়ির পাশে বাগান থেকে তাঁরা ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়ে শোরগোল পশ্চিম মেদিনীপুরের সবং থানার বড়চাড়া গ্রামে। পরিবারের দাবি, আত্মহত্যা করেছের রেশন ডিলার। তবে এখনই কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ।
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দাঁদরা অঞ্চলের বড়চাড়ায় বাড়ি রেশন ডিলার মদনমোহনের। বুধবার সকালে বাড়ির পাশে একটি বাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ছুটে যান পরিবারের লোকজন। ঘটনাস্থলে যায় সবং থানার পুলিশ। পারিবারিক কোনও সমস্যা কিংবা আর্থিক কারণে বৃদ্ধ অশান্তিতে ছিলেন কি না খোঁজ নিচ্ছে পুলিশ।
তবে প্রতিবেশীদের দাবি, গত কয়েক দিন ধরে বড্ড বেশি চিন্তিত এবং অস্থির দেখাচ্ছিল মদনমোহনকে। অবসাদে ভুগছিলেন বলে সন্দেহ তাঁদের। একই কথা বলছেন বাড়ির লোকজনও। এর বেশি কিছু কেউ বলতে পারছেন না।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে মৃতের পরিবারের সদস্য থেকে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রেশন দোকানের কোনও সমস্যা ছিল কি না, তা-ও খোঁজখবর নিচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।