Advertisement
০৫ অক্টোবর ২০২৪

‘অধীর অশিক্ষিত’, আক্রমণ শুভেন্দুর

বিধানসভার ভোটে বামফ্রন্ট-কংগ্রেসের জোট বাঁধার প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে অশিক্ষিত বলে আক্রমণ করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। দলের বিধানসভার প্রার্থীদের সমর্থনে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকা এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘ দুর্ভাগ্য অশিক্ষিত, স্কুলের মুখ দেখেননি এমন একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক: শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০০:৫১
Share: Save:

বিধানসভার ভোটে বামফ্রন্ট-কংগ্রেসের জোট বাঁধার প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে অশিক্ষিত বলে আক্রমণ করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। দলের বিধানসভার প্রার্থীদের সমর্থনে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকা এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘ দুর্ভাগ্য অশিক্ষিত, স্কুলের মুখ দেখেননি এমন একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তাঁর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আরএসপি, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, সিপিআই, সিপিএম করে আজকে কংগ্রেস। তিনি সিপিএমের পাতা ফাঁদে পা দিয়েছেন।’’ এ দিন সভায় শুভেন্দু সিপিএমকে আক্রমণ বলেন, ‘‘তৃণমূলকে হারাতে শুধু সিপিএম নয়, আগে সিপিএমের বিরুদ্ধে যে দল লড়াই করত সেই কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। আমাদের এটা রুখতে হবে।’’ নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ‘‘সিপিএম জিতলে ফের নন্দীগ্রামের মত অত্যাচার হবে। আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

adhir chowdhury shuvendu adhikary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE