পুজো মিটে গিয়েছে। এবার জেলায় জমি শক্ত করতে ফের তৎপর বিরোধী-শাসক, উভয়েই। এক দল জন সংযোগ বাড়াতে নতুন কর্মসূচি গ্রহণ করছে তো অন্য দল করছে কোর কমিটির বৈঠক।
মোহনদাস কর্মচন্দ গাঁধীর ১৫০তম জন্মবর্ষ উদযাপনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধিতে জোর দিয়েছে বিজেপি। এ জন্য ‘গাঁধী সংকল্প যাত্রা’ কর্মসূচি নিয়েছে তারা।
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকে আগামী ১৫ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওই কর্মসূচি পালনে প্রস্তুতি শুরু করেছে জেলা বিজেপি। দলীয় সূত্রে খবর, পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জন, সচ্ছতা রক্ষায় সাফাই অভিযান ও জল সংরক্ষণে সচেতনতা গড়তে প্রতি ব্লকে পদযাত্রা হবে। সে সময় এলাকার বিপ্লবী ও মনীষীদের জন্মস্থান ও স্মৃতি জড়িত স্থানে গিয়ে শ্রদ্ধা জানানো হবে। প্রতিদিন গড়ে ১৫- ২০ কিলোমিটার পদযাত্রার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। বিজেপি’র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘গাঁধীজীর সার্ধশত জন্মবর্ষ উদযাপনে দলীয়ভাবে সংকল্প যাত্রা কর্মসূচি পালন হবে। প্রতি ব্লকেই দলীয় নেতা-কর্মী-সমর্থকদের তাতে অংশ নিতে বলা হচ্ছে।’’