ঘুষ কাণ্ডে ধৃত আসগর আলির সংস্থায় ফের তল্লাশি চালাল সিবিআই এর দুর্নীতিদমন শাখার একটি দল। শুক্রবার তারা হলদিয়ার চিরঞ্জীবপুরে ফাইভ স্টার শিপিং এজেন্সি প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালায়। তাছাড়াও ওই সংস্থার কয়েকজন কর্মীকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন।
অন্য দিকে আসগর আলির বাবা তথা ওই সংস্থার অন্যতম কর্ণধার শেখ মুজফফরকে শুক্রবারই হলদিয়া বা কলকাতায় সিবিআই এর অফিসারদের সঙ্গে দেখা করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে শেখ মুজফফর বলেন, ‘‘অসুস্থতা ও ব্যবসায়িক কারণে আমি হলদিয়ার বাইরে রয়েছি। তাই সোমবারের আগে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারব না। বিষয়টি তাঁদের জানানো হয়েছে।’’
প্রসঙ্গত হলদিয়ার ভাইভ স্টার শিপিং এজেন্সি প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গত ১৫মে হলদিয়ার পরিষেবা কর কমিশনার জি শ্রী হর্ষ-সহ মোট তিনজন কলকাতা থেকে গ্রেফতার হন। সেদিন রাতেই সিবিআই এর দুর্নীতি দমন শাখার একটি দল হলদিয়ায় ফাইভ শিপিং এজেন্সি প্রাইভেট লিমিটেডের মালিক শেখ মুজফফরের বাড়ি ও অফিসে হানা দেয়। ১৬মে শেখ মুজফফরের অফিস ও বাড়ি থেকে নথিপত্র আটক করে। তাছাড়াও শেখ মুজফফরের ছেলে তথা ওই সংস্থার অন্যতম ডিরেক্টর শেখ আসগর আলিকে সিবিআই গ্রেফতার করে। শেখ আসগর আলি সিবিআই হেফাজতে রয়েছেন।