Advertisement
৩০ নভেম্বর ২০২৩
Mamata Banerjee

অগ্নিমিত্রার নিশানায় মুখ্যমন্ত্রী 

পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী দাবি করেন, মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই মহিলাদের উপরে অত্যাচার, ধর্ষণ বাড়ছে। এ দিনের সভা থেকে ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভার প্রচারও চালান তিনি।

মঞ্চে অগ্নিমিত্রা। নিজস্ব চিত্র।

মঞ্চে অগ্নিমিত্রা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বেলদা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:৪০
Share: Save:

মুখ্যমন্ত্রীর নাম না করে তাকে এবং তার দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বেলদা থানার খাকুড়দায় মহিলা মোর্চার সভায় যোগ দেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন, ‘‘দিদিমণি এমন বিনোদনের উপায় যে সারা ভারতবর্ষই আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে হাসাহাসি করে। ২০২১ যখন বিজেপির সরকার আসবে তখন দিদিমণির হাসানোর খোরাক আমরা মিস করব।’’ রাজ্যে শুধুই উন্নয়নের গল্প শোনানো হচ্ছে বলে তাঁর দাবি, ‘‘ছোটবেলায় শুনতাম গল্পের গরু গাছে ওঠে। এখন নবান্নের চোদ্দতলায় উঠছে। ওখান থেকেই আমরা গল্প শুনছি।’’ তিনি জুড়েছেন, ‘‘দিদিমণি বাংলার মানুষের জন্য কখনও ভাবেননি। শুধু নিজের ভাইপোর কথা ভেবেছেন।’’ দুয়ারে সরকার কর্মসূচিকে ‘দুয়ারে যমরাজ’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘‘দুয়ারে সরকার নিয়ে যখন আপনাদের বাড়িতে আসবে তখন আপনাদের মানিব্যাগটাও চুরি করে নিতে পারে। দিল্লিতে কৃষক আন্দোলন হচ্ছে। দিদি এখান থেকে লোক পাঠিয়ে দিচ্ছেন। চালের বস্তা দেখলে দিদি আর থাকতে পারেন না।’’

পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী দাবি করেন, মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই মহিলাদের উপরে অত্যাচার, ধর্ষণ বাড়ছে। এ দিনের সভা থেকে ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভার প্রচারও চালান তিনি। সভায় তৃণমূল-সহ কয়েকটি দল থেকে বেশ কয়েকজন তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করেছে বিজেপি। মেদিনীপুরে বিজেপির সভায় শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শুনছি উনি আসবেন। এলে ওঁর এবং আমাদের ভাল হবে। দিদি তো ভাইপো ছাড়া আর সবাইকে সাইড লাইন করে দিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE