Advertisement
E-Paper

গড়িমসি হলেই অভিযোগ

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ব্যাঙ্কের গড়িমসি দেখলেই অভিযোগ জানানোর বার্তা দেওয়া হল ব্যবসায়ীদের সম্মেলনে। বৃহস্পতিবার খড়্গপুরের গিরি ময়দান সংলগ্ন গীতাঞ্জলি ভবনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ব্যবসায়ী সমিতির এক সম্মেলন হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৯

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ব্যাঙ্কের গড়িমসি দেখলেই অভিযোগ জানানোর বার্তা দেওয়া হল ব্যবসায়ীদের সম্মেলনে। বৃহস্পতিবার খড়্গপুরের গিরি ময়দান সংলগ্ন গীতাঞ্জলি ভবনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ব্যবসায়ী সমিতির এক সম্মেলন হয়। যোগ দিয়েছিলেন দুই জেলার প্রায় ৪ হাজার ব্যবসায়ী। এ দিনের অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’-এর সর্বভারতীয় সম্পাদক পরভিন খাণ্ডেলবাল। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে সংগঠন সবসময় পাশে থাকার বার্তা দেওয়া হয়। এমনকী দেশে ব্যবসায়ীদের জন্য যে আইন প্রণয়ন হচ্ছে তা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট মহলে ব্যবসায়ীদের অভিযোগ জানাতে বলা হয়েছে।

সম্মেলনে পরভিন খাণ্ডেলবাল বলেন, “মুদ্রা যোজনায় ছোট ব্যবসায়ীরা সহজে আর্থিক ঋণ পাবেন। অনেক ব্যাঙ্ক এই ঋণ দিতে গড়িমসি করছে বলে খবর রয়েছে। যদি কোনও ব্যঙ্ক গড়িমসি করে তবে আমাদের কাছে অভিযোগ জানান। আমরা এই নিয়ে আন্দোলন করব।” সম্মেলনে জিএসটি বিলের সমর্থনেও সওয়াল করেন ব্যবসায়ী সংগঠনের নেতাদের। সংগঠনের সহ-সম্পাদক রাজা রায় বলেন, “সর্বভারতীয় নেতার উপস্থিতিতে এত বড় সম্মেলন এই প্রথম। স্থানীয় স্তরে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় লড়াই করব। আমাদের স্বার্থ বিঘ্নিত হলে দিল্লিতে যাব।”

linger Allegation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy