Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

একাদশ শ্রেণির এক ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অর্চিস্মান ভট্টাচার্য নামে ওই ছাত্রের মা মৌসুমী ভট্টাচার্য তমলুক শহরের হ্যামিল্টন হাইস্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে মহকুমাশাসকের কাছে এই মর্মে অভিযোগও করেছেন। মহকুমা প্রশাসনের নির্দেশে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর অভিযোগের তদন্ত করছে বলে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০০:৫১
Share: Save:

একাদশ শ্রেণির এক ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অর্চিস্মান ভট্টাচার্য নামে ওই ছাত্রের মা মৌসুমী ভট্টাচার্য তমলুক শহরের হ্যামিল্টন হাইস্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে মহকুমাশাসকের কাছে এই মর্মে অভিযোগও করেছেন। মহকুমা প্রশাসনের নির্দেশে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর অভিযোগের তদন্ত করছে বলে জানা গিয়েছে।

জেলা শিক্ষা দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্চিস্মান ভট্টাচার্য নামে ওই ছাত্র চলতি বছরে হ্যামিল্টন স্কুল থেকে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। অভিযোগ, সম্প্রতি ক্লাস চলাকালীন স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক শচীরঞ্জন দাস ওই ছাত্রকে মারধর করেন। ছেলেটির বাবামায়ের উদ্দেশেও ওই শিক্ষক আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে মহকুমাশাসক জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দফতরকে তদন্তের নির্দেশ দেন। সহকারী বিদ্যালয় পরিদর্শক রবিকান্ত সিমলাই বলেন, ‘‘হ্যামিল্টন হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চলছে। ওই শিক্ষককে আমরা সতর্ক করেছি।’’

হ্যামিল্টন হাইস্কুলের প্রধান শিক্ষক সোমনাথ মিশ্র সোমবার বলেন, ‘‘কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে এখন তা মিটে গিয়েছে।’’ যদিও প্রধান শিক্ষকের দাবি উড়িয়ে মৌসুমিদেবী সোমবার বলেন, ‘‘স্কুলে ক্লাসের মধ্যে সহপাঠীদের সামনে আমার ছেলের উপর মানসিক নির্যাতনের ঘটনায় যুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। স্কুল কতৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। আমরা চাই প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।’’ অভিযোগের বিষয়ে শচীরঞ্জন দাস বলেন, ‘‘স্কুলে ক্লাস চলাকালীন ওই ছাত্র আমার উদ্দেশে অপমানসূচক মন্তব্য করে। এ জন্য ওই ছাত্রকে বকাবকি করেছিলাম। মানসিক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Allegation teacher school tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE