Advertisement
০১ জুন ২০২৪
ডেবরা

হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা

গ্রাম সংসদ সভার স্থান বাছাইকে কেন্দ্র করে পঞ্চায়েত সচিবকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের খানামোহন পঞ্চায়েত অফিসে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০০:৪৫
Share: Save:

গ্রাম সংসদ সভার স্থান বাছাইকে কেন্দ্র করে পঞ্চায়েত সচিবকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের খানামোহন পঞ্চায়েত অফিসে। এ দিন পঞ্চায়েত অফিসে কাজ করার সময়ই সচিব তপন দাসকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম মান্না। বিডিও ললিত সেনের কাছে লিখিত অভিযোগ জানান ওই সচিব। বিডিও তদন্তের আশ্বাস দিয়েছেন।

৮ নভেম্বর পঞ্চায়েতের সংসদ সভা রয়েছে। প্রধানের পরামর্শ মতো দিকবারাসতী গ্রামে ওই সংসদ সভা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন সচিব। তবে অঞ্চল সভাপতি বলরামবাবু চান সভা হোক চকলহনায়। এ দিন এই নিয়ে সচিবের সঙ্গে কথা বলতে যান বলরামবাবু। তখনই বচসা বাধে। তপনবাবু বলেন, “আমি ওঁর কথায় রাজি না হওয়ায় আমাকে মারধরের হুমকি দেন, হেনস্থাও করেন।” যদিও তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “গ্রাম সংসদ সভা নিয়ে পঞ্চায়েত অফিসে ছোট একটি ঘটনা ঘটেছে। আমরা ওই সচিবের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেব।’’ আর বলরামবাবুর দাবি, “সচিবের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। কিন্তু ওঁকে হেনস্থা করার অভিযোগ ঠিক নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

molestation TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE