Advertisement
০৫ মে ২০২৪

ধর্ষণের নালিশ, ধৃত বাম নেতা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল হলদিয়া সিপিএমের জোনাল সম্পাদককে। বুধবার দুপুরে হলদিয়া দক্ষিণ জোনাল সম্পাদক শ্যামল মাইতির বিরুদ্ধে হলদিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার এক মহিলা।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০১:১৮
Share: Save:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল হলদিয়া সিপিএমের জোনাল সম্পাদককে। বুধবার দুপুরে হলদিয়া দক্ষিণ জোনাল সম্পাদক শ্যামল মাইতির বিরুদ্ধে হলদিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার এক মহিলা।

তাঁর দাবি, কাজের সন্ধানে পূর্ব মেদিনীপুরে এসে দুর্গাচকে বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। সেই সূত্রেই শ্যামলবাবুর সঙ্গে পরিচিতি। বুধবার সকালে কাজের জন্যই ওই মহিলার বা়ড়ি গিয়েছিলেন শ্যামলবাবু। তখনই তাঁকে ধর্ষণ করা হয় বলে
মহিলার অভিযোগ।

এ দিন দুপুরেই শ্যামলবাবুকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “উপনির্বাচনের প্রস্তুতি হিসাবে তৃণমূল এই চক্রান্ত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যে বৃহত্তর আন্দোলন হলে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে।”

একই কথা বলেছেন দলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, “হলদিয়া আসনটি বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয়েছিল। তার জেরেই এই প্রতিশোধ।’’ তাঁর পাল্টা অভিযোগ, এই শ্যামল মাইতির মাথা ফাটানো হয়েছিল, তখন পুলিশ কাউকে গ্রেফতার করেনি। নিরঞ্জনবাবু জানান, তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার গোটা জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করা হবে। ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল হয়েছে কাঁথি, এগরা-সহ বিভিন্ন জায়গায়। হলদিয়ার পার্টি অফিসে বিষয়টি নিয়ে আলোচনায় বসে সিপিএম নেতারা। জেলা পার্টি অফিসেও আলোচনা হয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ বলেন, “ওই মহিলার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। শ্যামলবাবুকে নন্দীগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। কারণ, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Allegation rape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE