অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলন যোগদানের অভিযোগ উঠল। শনিবার পিংলার মালিগ্রাম পঞ্চায়েতের ছোটখেলনা প্রেক্ষাগৃহে ব্লকস্তরের এই সম্মেলনের আয়োজন হয়। সম্মেলনে অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরাও যোগ দেন। বিরোধীদের অভিযোগ, এ দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে ওই কর্মীরা সম্মেলনে যোগ দিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, কর্মীরা অসুস্থ থাকায় কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ছিল। তবে অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রই এ দিন খোলা ছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করার পরেই ওই কর্মীরা সম্মেলনে যোগ দিয়েছিলেন।
বিরোধীদের অভিযোগ, পিংলার কুসুমদা ও জামনা গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্র শনিবার বন্ধ ছিল। কুসুমদা গ্রাম পঞ্চায়েতের গোগ্রাম, মুণ্ডমারি, বীরসিংহপুর, সুদচরা-সহ বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ছিল। অনেকেই ওই সব কেন্দ্রে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন। পিংলার বাসিন্দা জেলা বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্য বলেন, “এখন তৃণমূলের কোনও অনুষ্ঠানে সাধারণ লোক যায় না। তাই স্বনির্ভর দল, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে গিয়ে জমায়েত করা হয়।’’
তাঁর অভিযোগ, ‘‘রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলনে ব্লকের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে কর্মীরা গিয়েছিলেন। ফলে শিশু ও মায়েরা খাবার পায়নি। এটা মেনে নেওয়া যায় না।”