পুরসভার নির্বাচনী প্রচারে এলাকার বিভিন্ন সমস্যা ও তাঁদের দাবি নিয়ে বাসিন্দাদের বক্তব্য-সহ তথ্যচিত্র তৈরি করে একাধিক গাড়িতে টিভির পর্দায় দেখিয়ে ভোট প্রচার করছে নির্দল প্রার্থী। তমলুক পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী বিশ্বজিৎ কয়ালের অভিনব এই ভোট প্রচার ঘিরে শহরে সাড়া পড়েছে। মঙ্গলবার থেকে তমলুক পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই প্রচার গাড়ির সামনে ভিড় জমিয়েছে পথ চলতি শহরের অন্য এলাকার বাসিন্দারাও।
কী রয়েছে ওই নির্দল প্রার্থীর তথ্য চিত্রে?
এলাকার রাস্তাঘাট, পানীয় জল, পথবাতি, নিকাশি ব্যবস্থার হাল-হকিকত নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে সরাসরি তাঁদের বিভিন্ন সমস্যা ও তাঁর সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া দরকার তা জানতে চাওয়া হয়েছে। ওয়ার্ডের বাসিন্দাদের এইসব সমস্যা সমাধানে প্রার্থী কি করতে চান তাও জানিয়েছেন। আর ওই ওয়ার্ডের নির্দল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। নির্দল প্রার্থী বিশ্বজিৎ কয়ালের কথায়, ‘‘জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার আগে নিজের এলাকার বাসিন্দাদের কাছে গিয়ে যে সব সমস্যার কথা জানতে পেরেছি তা এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। আর এইসব সমস্যা সমাধানের জন্য আমার কী কী করা উচিত তাও জানতে চেয়েছি। এলাকার বাসিন্দাদের এইসব সমস্যা সমাধান করতে আমি কি করতে পারি সেই পরিকল্পনার কথা জানিয়েছি। প্রার্থী হিসেবে এটা আমার দায়িত্ব।’’