Advertisement
১১ মে ২০২৪
Mamata Banerjee

Mamata Banerjee: পঞ্চমীতে ২৩৭টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতার, পশ্চিম মেদিনীপুরে ১০টি

কলকাতায় বডিগার্ড লাইনের পুজো উদ্বোধনের পর থেকেই ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোগুলির উদ্বোধন শুরু করেন মমতা।

জোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা

জোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২১:৫৪
Share: Save:

রবিবার মহাপঞ্চমীর বিকেলে রাজ্যের ২০টি জেলার পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বডিগার্ড লাইনের পুজো উদ্বোধনের পর থেকেই ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোগুলির উদ্বোধন শুরু করেন তিনি। এ দিন সব মিলিয়ে মোট ২৩৭টি পুজো একসঙ্গে উদ্বোধন করেছেন তিনি।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১০টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেগুলির মধ্যে রয়েছে— মেদিনীপুর শহরের আদি কর্নেলগোলা সর্বজনীন, ছোটবাজার সর্বজনীন, ঘাটালের কিসমত জগন্নাথপুর সর্বজনীন, দাসপুর দুর্গোৎসব, কুশপাতা ১৭ পল্লী সর্বজনীন, ন্যাশনাল বয়েজ ঘাটাল, আদি পুজো কমিটি লাল বাংলো মালঞ্চ, খড়গপুরও প্রেম বাজার সর্বজনীন, খড়গপুর তালবাগিচা সবুজ সঙ্ঘ, সবং তেমাথানি পল্লিশ্রী দুর্গোৎসব।

মেদিনীপুর শহরের কর্নেলগোলা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পুরসভার প্রশাসক সৌমেন খান-সহ অন্যরা। ইংরেজ আমলের এই পুজো হচ্ছে মেদিনীপুর শহরে। পুজা কমিটির সম্পাদক তীর্থঙ্কর ভকত বলেন, ‘‘বহু ইতিহাস জড়িয়ে এই পুজোর সঙ্গে। একই ধাঁচে প্রতিমা তৈরি হয় এখানে। শনিবার জানতে পারি, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এটা জানার পরেই প্রস্তুতি শুরু করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Durga Puja 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE