Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
Medinipur

Bhrat Bandh: অবরোধ করতে গিয়ে চলন্ত ট্রেনের মুখোমুখি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বন্‌ধ সমর্থকেরা

অনুমতি ছাড়া রেল লাইনে অবরোধ করে ট্রেন পরিষেবা ব্যাহত করার অভিযোগ বন্‌ধ সমর্থনকারীরা বিরুদ্ধে। আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি রেলের।

ভয়ঙ্কর সেই দৃশ্য।

ভয়ঙ্কর সেই দৃশ্য। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়গপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১০:৩১
Share: Save:

রেল অবরোধ করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন বন্‌ধ সমর্থনকারী। ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ কুলগাছিয়া স্টেশনের কাছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখায়। বন্‌ধের সমর্থনে দলীয় পতাকা হাতে নিয়ে কয়েক জন বাম কর্মী রেল অবরোধ করতে কুলগাছিয়া স্টেশনের কাছে রেললাইনে জড়ো হন। সেই সময় দ্রুত গতিতে আসছিল ডাউন পাঁশকুড়া-শালিমার লোকাল ট্রেন। ট্রেনের সামনে চলে আসেন কয়েক জন অবরোধকারী। চলন্ত ট্রেনের সামনে পড়ে হুমড়ি খেয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়েন তাঁরা। এঁদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে খবর।

অন্য দিকে, এই ঘটনার পরই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আরপিএফ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। গৌতম পুরকায়েত নামে এক বন্‌ধ সমর্থনকারীর দাবি, অনেক আগে থেকে তাঁরা পতাকা দেখাচ্ছিলেন। কিন্তু চালক ইচ্ছাকৃত ভাবে ট্রেন চালিয়ে দেন। এতে এক জন গুরুতর জখম হয়েছেন। চালকের বিরুদ্ধে তাঁরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দেন।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসকে আনন্দ জানান, কোনও অনুমতি ছাড়া রেল লাইনে অবরোধ করে ট্রেন পরিষেবা ব্যাহত করেছেন বনধ‌্ সমর্থনকারীরা। যা বেআইনি। ওই বন্‌ধ সমর্থনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE