Advertisement
১১ মে ২০২৪

বিশ্ব বাংলার থেকেও বড় পার্ক দিঘায়

বিশ্ব বাংলা উদ্যানের চেয়েও আকারে বড় এই উদ্যানটি তৈরি করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।   ওল্ড দিঘার ব্লুভিউ ঘাট থেকে ওল্ড কর্টেজ ঘাটের মধ্যবর্তী এলাকায় তৈরি হওয়া ওই উদ্যানটি বানানো কাজ একেবারে শেষের পথে।

পর্যটকদের জন্য তৈরি হচ্ছে নতুন উদ্যান। নিজস্ব চিত্র

পর্যটকদের জন্য তৈরি হচ্ছে নতুন উদ্যান। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০২:১৩
Share: Save:

জেলার সৈকত শহর দিঘায় ঢোকার মুখেই বিশ্ব বাংলা উদ্যান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয়। এবার সেই বিশ্ব বাংলা উদ্যানের আদলে তার অদূরেই আরও একটি সুসজ্জিত উদ্যান তৈরি হচ্ছে দিঘার সৈকত লাগোয়া অংশে।

বিশ্ব বাংলা উদ্যানের চেয়েও আকারে বড় এই উদ্যানটি তৈরি করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘার ব্লুভিউ ঘাট থেকে ওল্ড কর্টেজ ঘাটের মধ্যবর্তী এলাকায় তৈরি হওয়া ওই উদ্যানটি বানানো কাজ একেবারে শেষের পথে। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে প্রকাশ, উদ্যানি বানাতে মোট ৭ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ হচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে আগামী জানুয়ারির শেষে উদ্যানটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। সৈকত লাগোয়া ওই উদ্যানের দুটো ঘোড়ার মূর্তির উপরে থাকছে বিশ্ব বাংলার গ্লোব। ফোয়ারা এবং বাহারি ফুলের বাগান নিয়ে তৈরি ওই উদ্যানের বাইরে পর্যটকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। রেস্তোরাঁর সুবিধাও পাবেন পর্যটকেরা।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতি শিশির অধিকারী বলেন, “পুরনো বিশ্ব বাংলা উদ্যান পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। তাই পর্যটকদের মনোরঞ্জনের জন্য আরও একটি বড় পার্ক গড়ে তোলা হচ্ছে। উদ্যানটি আমরা পর্যটকদের নতুন বছরে উপহার দিতে চাই।’’ এমন আকর্ষণীয় উদ্যান প্রসঙ্গে নদিয়ার পর্যটক পৌষালী বিশ্বাস বলেন, ‘‘উদ্যানে কাজ হচ্ছে। তবে আমরা তার মাঝেই একটু ঢুকে দেখলাম। ভাল লাগল।’’ আবার, জামশেদপুরের অজয় শ্রীবাস্তবের কথায়, “দিঘায় আধুনিক মানের সুসজ্জিত, মনোরম উদ্যান পেলে এমনিতেই মন ভাল হয়ে যাবে। ছোট বড় সকলেরই এই উদ্যান বেশ ভাল লাগবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Digha Biswa Bangla Park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE