Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভাড়ায় মিলবে বায়ো টয়লেট

খড়্গপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার একটি পুরনো অ্যাম্বুল্যান্স ছিল। সেই অ্যাম্বুল্যান্স ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় সেটির ভোল বদলে এই বায়ো টয়লেট তৈরি করা হয়েছে।

ভ্রাম্যমাণ বায়ো টয়লেট। নিজস্ব চিত্র

ভ্রাম্যমাণ বায়ো টয়লেট। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ০১:৪৮
Share: Save:

সর্বত্র শৌচাগার না থাকায় রাস্তায় বেরিয়ে বিপাকে পড়তে হয় অনেককে। ধারেকাছে কোনও শৌচাগার নেই, এমন জায়গায় মাঠে বা ফাঁকা জায়গায় কোনও জনসভা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হলেও সমস্যায় পড়তে হয় দর্শকদের। সমাধানে এ বার ভাম্যমাণ বায়ো টয়লেট চালু করতে চলেছে খড়্গপুর পুরসভা। আজ, সোমবার কেশিয়াড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভামঞ্চ থেকেই এই বায়ো টয়লেটের উদ্বোধন করতে পারেন বলে প্রশাসনের এক সূত্রে জানা গিয়েছে।

খড়্গপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার একটি পুরনো অ্যাম্বুল্যান্স ছিল। সেই অ্যাম্বুল্যান্স ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় সেটির ভোল বদলে এই বায়ো টয়লেট তৈরি করা হয়েছে।

পুরসভার তহবিল থেকে ৮ লক্ষ টাকা ব্যয়ে এই টয়লেট তৈরি হয়েছে। বায়ো টয়লেট থেকে পরিবেশ দূষণ ছড়ানো বন্ধ করতে নেওয়া হয়েছে ব্যবস্থা। রয়েছে জলের ব্যবস্থাও। ভ্রাম্যমাণ এই টয়লেট বিভিন্ন সভা-অনুষ্ঠানে ভাড়ায় দেওয়ার পরিকল্পনা করেছে পুরসভা। আবেদনের ভিত্তিতে ভাড়া দেওয়া হবে এই টয়লেট।

পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “জেলায় প্রথম আমাদের পুরসভার পক্ষ থেকে এই বায়ো টয়লেট চালু হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভায় টয়লেটের উদ্বোধন করা হবে। আমরা জেলা প্রশাসনের কাছে প্রস্তাবও পাঠিয়েছে। এই ভ্রাম্যমাণ বায়ো টয়লেট ভাড়ায় দেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bio Toilet Rent Kharagpur Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE