Advertisement
২৬ এপ্রিল ২০২৪
BJP

‘গ্রিন সিটি’র লরিতে বালি, নালিশ বিজেপির

বুধবার সকালে তমলুক শহরের মানিকতলা এলাকায় পুরসভার নাম লেখা বালি বোঝাই লরি থেকে বালি নামানোর সময় বিজেপির স্থানীয় নেতৃত্বদের তা নজরে আসে। 

লরি থেকে নামানো হচ্ছে বালি।

লরি থেকে নামানো হচ্ছে বালি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৫:৫৫
Share: Save:

শহরকে দূষণমুক্ত করতে দৈনন্দিন আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য গ্রিন সিটি মিশন প্রকল্পে লরি দেওয়া হয়েছে তমলুক পুরসভাকে। মালবাহী ওই লরিতে আবর্জনা বহন করে নিয়ে গিয়ে ফেলার ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই লরি বালি বহনের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তমলুক শহর বিজেপি নেতৃত্ব। তমলুক নগর মণ্ডল কমিটির তরফে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

বুধবার সকালে তমলুক শহরের মানিকতলা এলাকায় পুরসভার নাম লেখা বালি বোঝাই লরি থেকে বালি নামানোর সময় বিজেপির স্থানীয় নেতৃত্বদের তা নজরে আসে। এরপরেই বিজেপির তরফে তমলুকের মহকুমা শাসকের কাছে অভিযোগ করা হয় যে পুরসভার লরি বালি বহনের মতো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে পুর কর্তৃপক্ষ।

পুরসভা ও স্থানীয় সূত্রের খবর, শহরের আবর্জনা সাফাইয়ের কাজে ব্যবহারের জন্য গ্রিন সিটি মিশন প্রকল্পে তমলুক পুরসভাকে মালবাহী ভারী লরি দেওয়া হয়েছে। এছাড়াও শহরের বসতি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের জন্য ছোট ছোট গাড়ি দেওয়া হয়েছে। পুরসভার সাফাই কর্মীরা পাড়ায় পাড়ায় আবর্জনা সংগ্রহের পর কিছু জায়গায় জড়ো করেন। সেখান থেকে একাধিক লরিতে চাপিয়ে ওই আবর্জনা নিয়ে গিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। কিন্তু অভিযোগ, পুরসভার নিয়ন্ত্রণে থাকা হাইড্রোলিক সিস্টেম যুক্ত ওই লরি আবর্জনা সাফাইয়ের কাজে ব্যবহার না করে বালি বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। বিজেপির তমলুক নগর মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, ‘‘ওই ধরনের লরি শহরের বাসিন্দাদের পরিষেবার জন্য ব্যবহার করার কথা। পরিবর্তে ব্যক্তিগত বালি বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। পুরসভার কাছ থেকে লরিটি যে কোনও সময় বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। পুর কর্তৃপক্ষের এমন কার্যকলাপের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য মহকুমাশাসকের কাছে দাবি জানিয়েছি।’’

অভিযোগ উড়িয়ে পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন, ‘‘পুরসভার মালিকানাধীন ওই লরি বালি বহনের কাজে ব্যবহার করা হচ্ছে ঠিকই। তবে তা করা হচ্ছে পুরসভারই নিজস্ব কাজের প্রয়োজনে। কোনও ব্যক্তিগত কাজে নয়। আমপানের জেরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতির জন্য পুরসভা কাজ করছে। সে জন্যই ওই লরিতে বালি বহন করা হচ্ছে। বিজেপির অভিযোগ ভিত্তিহীন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE