Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হচ্ছে ভাঙচোরা গাড়ির তালিকা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের প্রস্তুতি বিজেপির

মঙ্গলবার কাঁথি, এগরা ছাড়া তমলুক, হলদিয়া মহকুমা-সহ পাশাপাশি কয়েকটি জেলা থেকে বিজেপির কর্মীরা বাস- ট্রেকার সহ বিভিন্ন গাড়িতে চেপে সভায় গিয়েছিলেন।

কাঁথি শহরে সভাস্থলের কাছে ও বাইপাস মোড়ের কাছে দিঘাগামী সড়কে রাখা ওই সব বাস-গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

কাঁথি শহরে সভাস্থলের কাছে ও বাইপাস মোড়ের কাছে দিঘাগামী সড়কে রাখা ওই সব বাস-গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০১
Share: Save:

কাঁথিতে অমিত শাহের সভা শেষে গোলমালের ঘটনায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর আক্রমণ ও বাস-ট্রেকার সহ বিভিন্ন গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দলের আহত কর্মী-সমর্থকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়ির তালিকাও তৈরি করছে জেলা বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, তালিকা তৈরি হয়ে গেলে তার ভিত্তিতে থানায় অভিযোগ জানানো হবে।

মঙ্গলবার কাঁথি, এগরা ছাড়া তমলুক, হলদিয়া মহকুমা-সহ পাশাপাশি কয়েকটি জেলা থেকে বিজেপির কর্মীরা বাস- ট্রেকার সহ বিভিন্ন গাড়িতে চেপে সভায় গিয়েছিলেন। কাঁথি শহরে সভাস্থলের কাছে ও বাইপাস মোড়ের কাছে দিঘাগামী সড়কে রাখা ওই সব বাস-গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের পার্টি অফিস, সরকারি বাসে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই মঙ্গলবারের ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বেশিরভাগই বিজেপির কর্মী-সমর্থক। ধৃতদের বিরুদ্ধে পুলিশকে আক্রমণ, সরকারি গাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোলামালের ঘটনায় কাঁথি থানা এলাকায় ২ টি সরকারি বাস, একটি পুলিশের গাড়ি, তমলুকের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবন্ধীদের বাস, মারিশদা থানা এলাকায় ৪ টি সরকারি বাস ও একটি পুলিশের গাড়ি এবং ৭ টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে বলে অভিযোগ হয়েছে।

তৃণমূল নেতা তথা কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘আমাদের দলের যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা প্রত্যেকেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।’’

অন্যদিকে বিজেপির তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার তরফে তাঁদের ক্ষতিগ্রস্ত গাড়ির তালিকা তৈরি করা হচ্ছে। দলের তমলুক জেলা সভাপতি প্রদীপ দাসের দাবি, ‘‘তমলুক ও হলদিয়া থেকে মোট ১৫২ টি বাস ও ১২৬টি ট্রেকারে দলীয় কর্মী-সমর্থকরা কাঁথির সভায় গিয়েছিলেন। এর মধ্যে ৫২টি বাস এবং ৪৭টি ট্রেকার ভেঙেছে তৃণমূল সমর্থকরা। দলের ৯১ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা এবং আক্রান্ত কর্মী-সমর্থকরা আলাদাভাবে পুলিশের কাছে অভিযোগ জানাবেন।’’ দলের কাঁথি জেলা সভাপতি তপন মাইতির দাবি, ‘‘সভার শেষে বাড়ি ফেরার সময়ে তৃণমূলের আক্রমণে আমাদের প্রায় ১০০ জন দলীয় কর্মী-সমর্থক আহত হয়েছেন। বাস, লরি ও ট্রেকার-সহ ২০০টি গাড়ি ভাঙচুর করেছে ওরা। আক্রান্ত কর্মী-সমর্থক ও ক্ষতিগ্রস্ত গাড়ির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Kanthi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE