Advertisement
২৬ এপ্রিল ২০২৪
TMC

চন্দ্রকোনায় দুর্নীতির অভিযোগে বিজেপি নেতার বাড়ি ঘেরাও কর্মীদের, ডাকতে হল পুলিশ

বিজেপি কর্মীদের অভিযোগ রূপম আর্থিক দুর্নীতিতে যুক্ত। তার প্রতিবাদ করায় অনেকের উপর রূপম হামলা চালিয়েছে।

রূপম মল্লিকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ।

রূপম মল্লিকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ২০:০১
Share: Save:

দুর্নীতির অভিযোগ তুলে মিছিল করে দলীয় নেতার বাড়ি ঘেরাও করলেন কর্মীরা। জল এতটাই গড়াল যে, পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায়।

মঙ্গলবার চন্দ্রকোনার দক্ষিণ মণ্ডলের বিজেপি-র সাধারণ সম্পাদক রূপম মল্লিকের বাড়ির সামনে প্ল্যাকার্ড এবং দলীয় পতাকা নিয়ে জড়ো হন বহু বিজেপি কর্মী সমর্থক। তাঁদের অভিযোগ রূপম আর্থিক দুর্নীতিতে যুক্ত। তার প্রতিবাদ করায় অনেকের উপর রূপম হামলা চালিয়েছে বলেও তাঁদের অভিযোগ। তাঁরা রূপমকে দলীয় পদ থেকে সরানোর দাবিও তোলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই রূপমের অবশ্য দাবি, ‘‘বিজেপি-র বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন এ সব করাচ্ছে। পুরো বিষয়টি দলকে জানাব। গত লোকসভা নির্বাচনের পরে যাঁরা বিজেপি-তে যোগ দিয়েছিলেন তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। ওঁরা যে ধরনের কাজ করতে চাইতেন তাতে বাধা দেওয়াতেই এই বিক্ষোভ।’’

বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস অবশ্য বলছেন, ‘‘রূপম ঘরছাড়া ছিল। পুলিশকে জানিয়ে সোমবার রাতে বাড়ি ফেরে। তৃণমূলের উস্কানিতে এই বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে দলের কেউ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’’

এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতা হীরালাল ঘোষের কটাক্ষ, ‘‘বিজেপি-র ব্যাপারে মন্তব্য করার কিছু নেই। কারণ আমরা ওদের দল বলেই মনে করি না। ওদের এই ধরনের সংস্কৃতির জন্যই মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE