মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রিবাহী বাস। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, বাসে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। তার জেরেই বাসটিতে আগুন ধরে যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে নারায়ণগড় থানার অন্তর্গত উকুনমারিতে। স্থানীয় সূত্রে খবর, খড়্গপুর-দাঁতন ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে একটি যাত্রীবোঝাই বাস দাঁতনের দিকে যাচ্ছিল। নারায়ণগড়ের উকুনমারি এলাকায় বাসটিতে আচমকাই আগুন ধরে যায়। তড়িঘড়ি বাস দাঁড় করান চালক। নীচে নেমে আসেন যাত্রী এবং বাসের কর্মীরা। এর পরেই দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর যায় খড়্গপুর দমকল বাহিনীর কাছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তত ক্ষণে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছিল বাসটি। দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। যদিও স্বস্তির খবর হল, এই ঘটনায় কোনও যাত্রীই আহত হননি।