মেরামতি চলাকালীন হাসপাতালের বহির্বিভাগের বিশ্রামাগারের ছাদের কাঠের সিলিং ভেঙে বিপত্তি বাধল। সোমবার ঘটনাটি ঘটেছে খড়্গপুরের রেল হাসপাতালে।
এ দিন বেলা একটা নাগাদ কাঠের ওই সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে আসে রেল সুরক্ষাবাহিনী। বন্ধ করে দেওয়া হয় ওই বিশ্রামাগার। রেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বিশ্রামাগারের মধ্যেই শিশুদের একটি ক্লিনিকও রয়েছে। তবে কয়েকদিন ধরেই সেখানে সিলিংটি ফেঁপে যাওয়ায় মেরামতির কাজ চলছিল।
এ দিন ঘটনার সময় ওই বিশ্রামাগারে বসেছিলেন কয়েক জন রোগী ও তাঁদের পরিজনেরা। হঠাৎই সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসা রক্তিম ঘটক বলেন, “স্ত্রী আর আমি ওই বিশ্রামাগারেই বসে ছিলাম। চোখের সামনে হুড়মুড়িয়ে সিলিং ভেঙে পড়ল দেখে ভয়ে ছুটে বাইরে চলে আসি। হাসপাতালের এই বেহাল দশা হলে রোগীদের নিরাপত্তা কোথায়?”
এ দিনের ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি। রেল হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ মণ্ডল বলেন, “ওখানে কয়েক দিন ধরে কাজ চলায় শিশুদের ক্লিনিকটি স্থানান্তর করা হয়েছে। সকলকে ওখানে যেতে নিষেধ করা হয়েছে। এ দিন কেউ হতাহত হয়নি।”