আড়াই বছরের অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়েছিল। তাকে আর বাঁচানো যায়নি। অভিযোগ, রাস্তা খারাপ থাকায় শিশুকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। অভিযোগ, ক্ষোভে তাঁকেই বেঁধে রাখেন বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া মোহনপুর গ্রামের ঘটনা। যদিও বিডিও জানিয়েছেন, শিশুটিকে বাড়িতে দুধ খাওয়ানোর সময়ে তার মৃত্যু হয়েছিল।
এই গ্রামে কিছু দিন আগে অসুস্থ বৃদ্ধ বাদল মান্ডির প্রাণ যায়। মাসদুয়েক আগেই শ্বশুরবাড়িতে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন বাদল। খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এ বার সেই রাস্তার কারণেই প্রাণ হারিয়েছে ওই পাড়ারই ছোট্ট সুস্মিতা মুর্মু, এমনই অভিযোগ পরিবারের। তারা জানায়, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ অসুস্থ হয় সুস্মিতা। রাস্তা খারাপ থাকার কারণে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুর নাগাদ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিংহ মৃত শিশুর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাঁকে স্থানীয়েরা দড়ি দিয়ে গাছে বেঁধে রাখেন বলে অভিযোগ। তাঁদের দাবি, যতক্ষণ না গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কেউ এখানে আসেন, তত ক্ষণ পঞ্চায়েত সদস্যকে বেঁধে রাখা হবে। পঞ্চায়েত প্রধান পিঙ্কুসোনা পান্ডা বলেন, ‘‘টানা বৃষ্টির কারণে মোরাম দেওয়া যায়নি। দ্রুত কাজ শুরু হবে। সব প্রস্তুত হয়ে গিয়েছে।’’
আরও পড়ুন:
ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ি বলেন, ‘‘এক শিশুর মৃত্যু হয়েছে। তবে আমি যত দূর খোঁজ নিয়ে দেখেছি, রাস্তার কারণে শিশুটির মৃত্যু হয়নি। বাড়িতে দুধ বা ওই ধরনের কিছু খাওয়ানোর সময়েই মৃত্যু হয়েছে। মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন রাস্তার বিষয়টিকে ইস্যু করা হচ্ছে।’’ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক (সিএমওএইচ) সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘‘সম্ভবত বাড়িতে কিছু খাওয়ানোর সময় শিশুটির মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে সেটা পরিষ্কার হবে।’’
বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘পঞ্চায়েতের প্রধান তৃণমূলের, সদস্য বিজেপির রয়েছেন। ওখানে রাস্তা খারাপ। কিছু দিন আগেই এক জন মারা গিয়েছিলেন। তাঁকেও হাসপাতালে সময় পৌঁছানো সম্ভব হয়নি রাস্তা খারাপ থাকার কারণে। পঞ্চায়েত সদস্য যখন গিয়েছিলেন শিশুর বাড়িতে, তখন প্রতীকী বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। এটা সরকারের ব্যর্থতা। সরকার রাস্তা না করার কারণেই বিজেপি সদস্যের বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছে।’’