Advertisement
৩০ এপ্রিল ২০২৪

চিল্কিগড় মন্দির এ বার প্লাস্টিক মুক্ত

বসুন্ধরা দিবসে জামবনির চিল্কিগড় মন্দির চত্বরকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। শনিবার মন্দির চত্বরে অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।

সবুজায়ন: মন্দিরের অনুষ্ঠানে জেলাশাসক ও মন্ত্রী। নিজস্ব চিত্র

সবুজায়ন: মন্দিরের অনুষ্ঠানে জেলাশাসক ও মন্ত্রী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০১:৩১
Share: Save:

বসুন্ধরা দিবসে জামবনির চিল্কিগড় মন্দির চত্বরকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। শনিবার মন্দির চত্বরে অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আর অর্জুন, মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো, বিডিও মহম্মদ আলিম আনসারি, বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক প্রকাশ কর্মকার-সহ অনেকে।

এ দিন সকালে এক শোভাযাত্রা চিল্কিগড় মন্দির পরিক্রমা করে। মূল অনুষ্ঠান হয় মন্দির থেকে একটু দূরে। অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করে স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রীরা। চূড়ামণিবাবু বলেন, ‘‘ভবিষ্যৎ প্রজন্মকেকে ঠিক রাখতে গেলে এখন থেকেই প্লাস্টিকের ব্যবহারে রাশ টানতে হবে।’’ জেলাশাসক আর অর্জুন বলেন, ‘‘প্লাস্টিকের ক্যারিব্যাগ বা অনান্য জিনিস পরিবেশ বান্ধব নয়। গাছপালাকে বাঁচিয়ে রাখতে গেলে প্লাস্টিকের ব্যাবহার বন্ধ করা জরুরি।’’ জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা চিল্কিগড় মন্দির কমিটির সহ সভাপতি সমীর ধল বলেন, ‘‘মাস ছয়েক আগে থেকেই এই এলাকাকে প্লাস্টিক ফ্রি জোন করার কাজ শুরু হয়েছে। এলাকায় বিকল্প পিকনিকের জায়গা তৈরি করা হয়েছে। আমরা পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত গাড়ি চালু করেছি বয়স্কদের জন্য। আশা করছি আমাদের মন্দির এলাকা আরও সবুজ হয়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chilkigarh Temple Plastic free zone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE