Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রতারণা, ধৃত লগ্নি সংস্থার শীর্ষ কর্তা

ইলোরা ইন্টারন্যাশনাল নামে এক লগ্নি সংস্থার শীর্ষ আধিকারিককে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। সত্যরঞ্জন ত্রিপাঠী নামে ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া গ্রামের ওই বাসিন্দাকে সোমবার রাতে ধরা হয়। ধৃতকে আদালত তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:৩৭
Share: Save:

ইলোরা ইন্টারন্যাশনাল নামে এক লগ্নি সংস্থার শীর্ষ আধিকারিককে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। সত্যরঞ্জন ত্রিপাঠী নামে ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া গ্রামের ওই বাসিন্দাকে সোমবার রাতে ধরা হয়। ধৃতকে আদালত তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারদা কাণ্ডের পরই ইলোরা ইন্টারন্যাশনাল নামে একটি লগ্নি সংস্থার বিরুদ্ধে তছরুপ ও প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগকারী পটাশপুরের নাড়ুগোপাল দে’র কথায়, ‘‘কয়েক লক্ষ টাকা আমানত হিসেবে তুলে মেয়াদ শেষ হলে টাকা দেবার সময় সংস্থা গড়িমসি করতে থাকে। এরপর হঠাৎ সব বন্ধ করে ওরা পালিয়ে যায়।’’ পটাশপুরের মংলামাড়ো, ইটাবেড়িয়া প্রভৃতি এলাকায় বন্ধ হয়ে যায় সংস্থার অফিসগুলি। এরপরেই আমানতকারীরা এজেন্টদের ধরলে তাঁরা সংস্থার মেদিনীপুরের ম্যানেজিং ডিরেক্টর সত্যরঞ্জন ত্রিপাঠী-র বাড়ি যান। তিন টাকা ফেরতের আশ্বাস দিলেও পরে কথা রাখেননি। এর মধ্যে আদালত পটাশপুর থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সোমবার রাতে পুলিশ সত্যরঞ্জনবাবুকে গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE