শহিদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তিকে ভেঙে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে দাসপুরের হাটগেছিয়া সংলগ্ন বড়শিমুলিয়া গ্রামের দিঘির পাড়ের ঘটনা।
এই বড়শিমুলিয়া গ্রামের দিঘি পাড়েই ১৯০৭ সালে ক্ষুদিরাম বসু ব্রিটিশ সরকারের ডাক লুঠ করেছিলেন। সেই থেকেই পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার ওই স্থানটি ডাকলুন্ঠনের ঐতিহাসিক পীঠস্থান হিসাবে পরিচিত। বৃহস্পতিবার ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালিত হল। আজ, স্বাধীনতা দিবস। এই সময়ের মধ্যে ক্ষুদিরামের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা অন্য মাত্রা পেয়েছে। খবর দেওয়া হয় দাসপুর থানাতেও । দাসপুর থানার পুলিশ জানিয়েছে,তদন্ত শুরু হয়েছে। শহিদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির পক্ষে বীরেন দুয়ারির সাফ বক্তব্য, “যত দ্রুত সম্ভব ওই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’’