Advertisement
২১ মে ২০২৪

ওজনে কারচুপির নালিশ রেশনে

ওজনে কারচুপি-সহ একাধিক অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালাল স্থানীয় বাসিন্দাদের একাংশ। দোকানে তালাও লাগিয়ে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৬
Share: Save:

ওজনে কারচুপি-সহ একাধিক অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালাল স্থানীয় বাসিন্দাদের একাংশ। দোকানে তালাও লাগিয়ে দেওয়া হয়। রবিবার সকালে পাঁশকুড়া থানার পাতন্দা গ্রামে মনসাপুকুর বাজারের ঘটনা। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনসাপুকুর বাজারে দোকান রয়েছে রেশন ডিলার বংশীবদন বেরার। এই দোকান থেকে রেশন পান এলাকার ন’টি গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি বরাদ্দের থেকে কম চাল, গম, চিনি দেওয়া হয়। এমনকী চাল, গম, চিনি ছাড়া রেশনে দোকানে রাখা অন্য সামগ্রী নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এর জেরে ক্ষোভ ছিলই।

রবিবার রেশন দোকানে ছিলেন বংশীবদনবাবুর ছেলে জগন্নাথ বেরা। এ দিন সকাল ১১টা নাগাদ কয়েকজন বাসিন্দা রেশন দোকানে ওজনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। জগন্নাথ ও দোকানের দুই কর্মীকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দা দিলীপ ভুঁইয়ার অভিযোগ, ‘‘ওই দোকানে ওজনে কারচুপি করা হত। বেশ কিছু জিনিস কিনতে না চাইলেও তা নিতে বাধ্য করা হত। এ নিয়ে আগে প্রতিবাদ করলেও ওই রেশন ডিলার কোন গুরুত্ব দেননি।’’

যদিও অভিযোগ অস্বীকার করে জগন্নাথবাবু বলেন, ‘‘ওজনে কারচুপি করার অভিযোগ ভিত্তিহীন। আর চাল, চিনি, গম ছাড়াও রেশনে বরাদ্দ অন্যান্য সামগ্রী ডিস্ট্রিবিউটররা তাঁদের বিক্রি করতে দেয়। তা কেনার জন্য বাসিন্দাদের বোঝানো হয়। ওইসব সামগ্রী কিনতে বাধ্য করার অভিযোগ ঠিক নয়।’’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complaint Forgery Ration shop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE