এ বার থেকে মুক্ত সংশোধনাগারের বন্দিদের ১০০ দিনের কাজ করতে দেওয়া হবে। এমনটাই ঘোষণা করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। খুব শীঘ্রই এই প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার তমলুকে মিলন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ছিলেন অখিল। সেখানে তিনি বলেন, ‘‘মুক্ত সংশোধনাগারে সাজাপ্রাপ্ত কোনও বন্দি যদি পরিবার নিয়ে থাকতে চান, তিনি নিশ্চিত ভাবে থাকতে পারবেন।’’ অখিলের দাবি, রাজ্যে ৪টি মুক্ত সংশোধনাগার আছে। এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘কয়েক দিন আগে তমলুক সংশোধনাগারে গিয়েছিলাম। ভিতরে যারা আছেন তাঁদের মধ্যে অনেক বড় বড় শিল্পী আছেন। আইনের কচকচানিতে তাঁরা আজ সংশোধনাগারে আটকে আছেন, কেউ ১২ বছর, কেউ ১৭ বছর।’’ এমন বন্দিদের ক্ষেত্রে রাজ্য সরকার আইন শিথিল করার উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন অখিল।
আরও পড়ুন:
-
ইটভাটা নিয়ে সংঘাতেই কি নদিয়ার তৃণমূল নেতা খুন? মূল অভিযুক্তের খোঁজে পুলিশ
-
মুখ্যমন্ত্রী ‘আত্মসমর্পণ’ করেছেন বিরোধীদের কাছে, সৌজন্য সাক্ষাতের পরদিনই কটাক্ষ শুভেন্দুর
-
দুর্ঘটনার কবলে মিঠুন, পথে সাইকেলকে বাঁচাতে গিয়ে পর পর গাড়িতে ধাক্কা মারল অভিনেতার গাড়ি
-
দেশদ্রোহীদের ‘সবক’ শেখাতে বিশেষ সেল, ২০ লক্ষ কাজ, বিজেপির গুজরাত ভোট-ইস্তাহার
অখিল জানিয়েছেন, মুক্ত সংশোধনাগারে বন্দিদের পরিবারের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা ইতিমধ্যেই আছে রাজ্যে। তবে তার মধ্যেও অনেক বিধিনিষেধ আছে। তাতে অনেক বন্দি সুযোগ পেতেন না। এ বার থেকে সেই বিষয়টির অনেক সরলীকরণ হচ্ছে। তাঁর কথায়, ‘‘এ সবের পাশাপাশি মুক্ত সংশোধনাগারে বন্দিদের কাজের মাধ্যমে যাতে রোজগারের আরও সুযোগ করে দেওয়া যায় সেই ব্যবস্থাও হচ্ছে। এ জন্য ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পকে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে।’’