করোনা পরিস্থিতির মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। সেই নির্দেশিকা কার্যকর করতে পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রাম কনকাবাগিচায় এগিয়ে এলেন স্থানীয় কয়েকজন যুবক। মাস্ক না পরে বাইরের কেউ গ্রামে প্রবেশ করতে পারবে না বলে পোস্টার লিখে জানিয়ে দিয়েছেন তাঁরা। গ্রামে প্রবেশের মুখে রাস্তার পাশে রাখা হয়েছে জলের ড্রাম ও সাবান। মাস্ক পরে সাবান দিয়ে হাত ধুলে, তবেই মিলবে গ্রামে ঢোকার ছাড়পত্র।
পাঁশকুড়া ব্লকের শেষ প্রান্তে হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট্ট গ্রাম কনকাবাগিচা। মেরেকেটে ৪০০ জন মানুষ বাস করেন এই গ্রামে। তাঁদের অধিকাংশই কৃষিজীবী। স্থানীয় কয়েকজন যুবক সিদ্ধান্ত নিয়েছেন, গ্রামের ভিতরে কাউকে প্রবেশ করতে গেলে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং মাস্ক পরতে হবে। সেই মতো গ্রামের প্রবেশপথে তালপুকুর এলাকায় একাধিক হাতে লেখা পোস্টারও লাগানো হয়েছে। তাতে লেখা, ‘সাবান দিয়ে হাত ধুয়ে গ্রামে প্রবেশ করুন’। কোনওটাতে আবার লেখা, ‘মাস্ক পরে প্রবেশ করুন’।
উদ্যোগী যুবকরা নিজেদের টাকায় কিনে এনেছেন অনেক সাবান। গ্রামের ঢোকার মুখে রাস্তার ধারে জলের ড্রাম ও সাবানগুলি রাখা হয়েছে। পথচলতি মানুষজনকে এই নিয়মে অভ্যস্ত করতে পালা করে নজরদারি চালাচ্ছেন ওই যুবকেরা। বিশেষ প্রয়োজনে যাঁরা গ্রামের বাইরে যাচ্ছেন, ফিরে আসার সময় তাঁদেরও একই ভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ঢুকতে হচ্ছে গ্রামে।
গত তিনদিন ধরে চলছে এই কাজ। বিশ্বনাথ সামন্ত এর মূল উদ্যোক্তা। তিনি বলেন, ‘‘জোর করে মানুষকে কোনও কিছুতে অভ্যস্ত করে তোলা যায় না। আমরা তিনদিন ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। পোস্টার দেওয়ার ফলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে।’’ গ্রামের সকলেই এই উদ্যোগের প্রশংসা করছেন। কনকাবাগিচার বাসিন্দা কমল মাইতি বলেন, ‘‘খুবই ভাল উদ্যোগ। আমরা গ্রামে ঢোকার আগে প্রত্যেকেই সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি ও মাস্ক ব্যবহার করছি।’’