দাসপুরের করোনা আক্রান্ত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রবিবার। বেলেঘাটা আইডি থেকে অ্যাম্বুল্যান্সে তাঁর বাড়ি ফিরতে রাত ন’টা বেজে যায়। মুম্বই থেকে ফিরেই করোনা আক্রান্ত হন ওই যুবক। তাঁর বাবা ও স্ত্রী-ও করোনা আক্রান্ত হয়ে আইডি-তে ভর্তি। এ দিন বাড়ি ফিরেছেন যুবকের মা-ও। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও তিনি মেদিনীপুরের করোনা হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন। শুক্রবার তাঁকে পাঠানো হয় দাসপুরের কোয়রান্টিন কেন্দ্রে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মা-ছেলে দু’জনেই আরও ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।
এ দিকে, দিল্লির নিজামুদ্দিন যোগে ঘাটালের এক যুবককে কোয়রান্টিন কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। শনিবার তাঁকে চন্দ্রকোনার মোহনপুরে কোয়রান্টিন কেন্দ্রে পাঠানো হয়। এর আগে নিজামুদ্দিন যোগে ঘাটাল থানা এলাকার এক দম্পতিকে কলকাতার রাজারহাটে নিভৃতবাসে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই যুবক দিল্লিতে সোনার কাজ করতেন। গত ২২ মার্চ ঘাটালে ফেরেন। সমাবেশ চলাকালীন বাস ধরতে তিনি নিজামু্দ্দিনে গিয়েছিলেন। ভিন্ রাজ্য থেকে ফেরায় তাঁকে বাড়িতেই পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছিল। পরে মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ তাঁর নিজামুদ্দিন যাওয়ার বিষয়টি জানতে পারে। জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন বলেন, “ওই যুবক ভাল আছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”