কোথাও যমজ বোন, কোথাও জামাই। বিদেশ-যোগে বিড়ম্বনায় স্থানীয় প্রশাসন।
করোনা সংক্রমণের আশঙ্কায় বিদেশ থেকে অনেকেই দেশে ফিরেছেন। গড়বেতার তিনটি ব্লক এলাকাতেও অনেকে এসেছেন। তাঁদের স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি গৃহ পর্যবেক্ষণ ও নজরদারিতে রাখা হয়েছে। তবুও বিদেশ ফেরতদের নিয়ে বিড়ম্বনা কাটছে না প্রশাসনের।
গড়বেতা ১ ব্লকের আমলাগোড়া অঞ্চলের একটি গ্রামে ইতালি থেকে এসেছেন এক দম্পতি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রামের মেয়ের বিয়ে হয়েছে ইতালির যুবকের সঙ্গে। ইতালিতে এখন করোনা সংক্রমণ মহামারীর আকার নিয়েছে। ভারতে লকডাউন ঘোষণার কয়েকদিন আগেই জামাইকে নিয়ে মেয়ে চলে এসেছেন গড়বেতার গ্রামে। ব্লক প্রশাসনের তৎপরতায় তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হলেও কিছুই মেলেনি। তবুও তাঁদের সম্পূর্ণ গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাড়ির অন্যদের সঙ্গেও মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। লকডাউনের আগে আমেরিকা থেকে এসেছেন গড়বেতার এক যুবক। তাঁকেও গৃহ পর্যবেক্ষণের পরে তীক্ষ্ম নজরদারিতে রাখা হয়েছে। গড়বেতা ১-এর যুগ্ম বিডিও বলেন, ‘‘ইতালি ও আমেরিকা থেকে আসাদের উপর নজর রয়েছে। তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করে গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছে।"